রকমারি

মেয়ে হয়ে জন্ম, পাঁচ বছর পর ছেলে

অনলাইন ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৬:৩০ পূর্বাহ্ন

জন্মেছিল মেয়ে হয়ে। কিন্তু পাঁচ বছর বয়সে জানা গেল সে ছেলে। শিশুটির নাম আমন খান। এই অদ্ভুত ঘটনা ঘটে ভারতের মহরাষ্ট্রের বিদ শহরে।

দরিদ্র পরিবারে জন্ম আমনের। বাবা পেশায় ট্রাকচালক। ২০১৩ সালে আমন যখন জন্মেছিল, তার পুরুষাঙ্গের কোনও চিহ্নমাত্র ছিল না। পরিবারের সবাই তাকে মেয়ে হিসাবেই চিনত। এমনকি তার স্বভাব চরিত্রেও মেয়ে সত্ত্বাই কাজ করত। তাই, সন্দেহের কোনও অবকাশ ছিল না পরিবারের। কিন্তু তিন বছর যাবার পর আমনের শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ করেন তার মা-বাবা। দেখা যায় পুরুষাঙ্গ তৈরি হয়েছে তার শরীরে।

ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেন পরিবারটি। ডাক্তাররা নিশ্চিত করে আমন একজন ছেলে। তবে পুরুষাঙ্গে প্রয়োজন অস্ত্রোপচার। গত শুক্রবার সকালে মুম্বইয়ের সেন্ট জর্জ হাসপাতালে আমনের অস্ত্রোপচার হয়। আমন এখন সুস্থ আছে। তবে বেশ কিছু দিন চলবে হরমন থেরাপি। ভারতীয় গণমাধ্যম জি নিউজে প্রকাশিত হয় খবরটি। খবরটির মাধ্যমে জানা যায়, আমনের সমস্ত চিকিৎসা খরচ বহন করছে মুম্বইয়ের ওই হাসাপাতালটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status