রকমারি

ছারপোকার কামড়ে হাসপাতালে ৮ ক্রিকেটার (ভিডিও)

অনলাইন ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৬:০৯ পূর্বাহ্ন

পাকিস্তানে প্রথম শ্রেণির টুর্নামেন্টের এক ম্যাচে ড্রেসিংরুমে ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশটির আটজন ক্রিকেটার। জাতীয় দলের পোশাক গায়ে চাপিয়ে ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান ইমরান ফারহাত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এ খবরটি। তিনি নিজেও আক্রান্তদের একজন। পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে গেলে সেখানকার ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হন ইমরান ফারহাত সহ আরও সাত ক্রিকেটার। ছারপোকার কামড়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদের। ইসলামাবাদের এই মাঠের বাজে অবস্থা ভিডিও করে টুইটারে ছাড়েন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। এমনকি আক্রান্ত ক্রিকেটারদের ছবিও পোস্ট করেছেন তিনি। ভিডিওতে দেখা যায় মাঠের আউটফিল্ডের বাজে অবস্থা। গ্যালারিতে ভাঙা আসন, ড্রেসিংরুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল এবং ময়লায় ভর্তি। ফারহাত তাঁর টুইটে লেখেন, ‘ছারপোকার ভয়াবহ কামড় খেয়ে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি। সবাই অসুস্থবোধ করছে।’

এর আগে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের বাজে অবস্থা নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক একটি ভিডিও টুইটারে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘এটা কোনো গুদামঘর না। এটা এলসিসিএ ক্রিকেট গ্রাউন্ড যেখানে প্রথম শ্রেণির একটি ম্যাচ চলছে এবং প্রতিষ্ঠিত ছয়জন টেস্ট ক্রিকেটার এই ম্যাচে খেলছে। আউটফিল্ড ও উইকেট খেলার যোগ্য না। ক্রিকেটারদের আরেকটু ভালো অবকাঠামো প্রাপ্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status