বিনোদন

আলতাফ মাহমুদ পদকে ভূষিত সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার

স্টাফ রিপোর্টার

১ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’-এ ভূষিত হলেন বিশিষ্ট দুই অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই দুই গুণীজনের হাতে ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ তুলে দেয়া হয়। মূলত শিল্পকলা একাডেমি ও শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেদিন এই পদক দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা আলী যাকের। তার হাত থেকেই দু’জন গুণী শিল্পী এই পদক গ্রহণ করেন। সৈয়দ হাসান ইমাম বলেন, আলতাফ মাহমুদ আমার চেয়ে বয়সে বড় ছিলেন, কিন্তু ছিলেন বন্ধুর মতো। মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদকপ্রাপ্তিকে আমি অনেক সম্মানের, গর্বের বলে মনে করি। আলতাফ মাহমুদের নামে এই পুরস্কারের সঙ্গে সারা দেশের মানুষের মনের সংযোগ আছে। ফেরদৌসী মজুমদার বলেন, আলতাফ মাহমুদের সুর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। কে বলে তিনি নেই, তিনি অমর হয়ে আছেন তার সৃষ্টির মধ্য দিয়ে। তার স্মৃতিতে আজকের পদকপ্রাপ্তি আমার জন্য সত্যিই অনেক আনন্দের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ মাহমুদের মেয়ে ও ফাউন্ডেশনের সচিব শাওন মাহমুদ। পদকপ্রাপ্তদের শুধু পদকই নয় উত্তরীয় পরিয়ে দেয়ার পাশাপাশি সম্মানীও প্রদান করা হয়। উল্লেখ্য, অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’। একটি পদক, উত্তরীয় ও আর্থিক সম্মাননা প্রদানের মাধ্যমে ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ দেয়া হয়ে থাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status