দেশ বিদেশ

কোটা আন্দোলনের নেতা রাশেদসহ ৩১ জনের জামিন, কারামুক্ত ২২ জন

স্টাফ রিপোর্টার

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৮:৫৮ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ ৩১ জন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এই ৩১ জনের মধ্যে ১২ জন নিরাপদ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বাকি ১৯ জন কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম এ জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত আত্মীয়স্বজনদের দীর্ঘ অপেক্ষার পর তারা আদালত থেকে জামিন পেয়েছেন। নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিসির বাসা ভাঙচুর, সংঘাত, উস্কানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে বিভিন্ন থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনসহ বিভিন্ন আইনে মামলা দায়ের করেন। জামিনপ্রাপ্তদের কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের দুই থেকে তিনটিরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর আগে গত রোববার ৪২ জন শিক্ষার্থীর জামিন দেন ঢাকা মহানগর হাকিম আদালত।
এদিকে, নিরাপদ সড়কের আন্দোলনে গ্রেপ্তার হওয়া আদালত থেকে জামিন পাওয়ার পর গতকাল কারাগার থেকে মোট ২২ জন শিক্ষার্থী জামিন পেয়েছেন। রোববার কারামুক্ত হয়েছেন ৯ জন, গতকাল সকালে ৯ জন এবং বিকালে ৪ জন মোট ২২ জন শিক্ষার্থী মুক্তি পায়। এ সময় কারাগারের সামনে থাকা শিক্ষার্থীর স্বজনরা মুক্ত হওয়া শিক্ষার্থীদের দেখে কান্নায় ভেঙে পড়েন। অনেকেই বুকে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গত ৮ই এপ্রিল গড়ে ওঠা আন্দোলনের পর বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের আন্দোলনেও শিক্ষার্থীদের গ্রেপ্তারের ঘটনা ঘটে।
আদালত থেকে জামিনের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানান, সোমবার বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি শুনে মোট ৩১ জনকে জামিন দিয়েছেন। তার মধ্যে ১৯ জন কোটা আন্দোলনের মামলার আসামি এবং ১২ জন নিরাপদ সড়ক আন্দোলনের মামলার আসামি। জামিনের নথিপত্র পুলিশ কারাগারে পাঠিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল দিনভর ঢাকা মহানগর আদালতের একাধিক ম্যাজিস্ট্রেট কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন মামলার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে ৩১ জন শিক্ষার্থীও জামিন আদালত মুঞ্জুর করেন। এরমধ্যে ১২ জন নিরাপদ সড়কের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। নিরাপদ সড়কের আন্দোলনে জামিনপ্রাপ্তরা হলেন, ভাটারা থানার থানার মামলায় দুই শিক্ষার্থী হলেন, আমিনুল এহসান বায়োজিদ ও জাবের আহমেদ উল্লাহ। বাড্ডা থানার জামিনপ্রাপ্ত দুইজন শিক্ষার্থী রিসানাতুল ফেরদৌস ও বায়োজিদ। উত্তরা-পশ্চিম থানার জামিন প্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন, শামীম ও সোহেল। নিউমার্কেট থানার জামিনপ্রাপ্ত শিক্ষার্থী মাহবুবর রহমান। ধানমন্ডি থানার তিন মামলায় জামিনপ্রাপ্ত তিন শিক্ষার্থী গাজী ইমাম বুখারী, জোবাইর হোসেন ও সাদ্দাম। এছাড়াও রমনা থানার তিন মামলায় জামিনপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন ইহসান উদ্দিন ইফাজ, মাহবুবুর রহমান, সাইদুল ইসলাম তৌহিদ ও শাহরিয়ার হোসেন। অন্যদের নাম জানা যায়নি।
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২২ জন শিক্ষার্থী কারামুক্ত হয়েছেন। আদালত পাঠানো পুলিশের নথিপত্র কারাগারের গেলে কর্মকর্তারা তা যাচাই-বাছাই করেন। পরে তাদের সেখান থেকে মুক্তি দেয়া হয়। এই ২২ শিক্ষার্থীর মধ্যে গতকাল সকালে ৯ জন এবং বিকালে মুক্তি পায় ৪ জন। আর রোববার কারামুক্ত হয় ৯ জন। এরা অধিকাংশ নর্থ সাউথ এবং ইনডিপেনডেন্ট, এবং ইস্টওয়েস্ট ইউনিভারসিটির শিক্ষার্থী। তারা ভাটারা এবং বাড্ডা থানার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। বিকালে কারামুক্ত ৪ শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী রিসালাত ওরফে ফেরদৌস, আমিনুল হক, ইউল্যাবের ছাত্র বাঈজীদ আদনান ও এশিয়ান ইউনিভার্সিটির সাবের আহমেদ। গতকাল মুক্তিপ্রাপ্তরা হলেন- ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ রেজা, রেদওয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, শাখাওয়াত হোসেন ও তরিকুল ইসলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটির জাহিদুল হক ও নূর মোহাম্মদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির আজিজুল করিম এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সিহাব শাহরিয়ার। এ সময় কারাগারের সামনে অনেক স্বজনকে অপেক্ষা করতে দেখা যায়।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী গতকাল রাতে মানবজমিনকে জানান, আদালত থেকে জামিনের নথিপত্র আসায় মোট ২২ জন শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়েছে। এই ২২ জনের মধ্যে রোববার ৯ জনকে কারামুক্তি দেয়া হয়েছিল। গতকাল ১৩ জনকে মুক্তি দেয়া হয়। তিনি জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়েছি আরো ৩১ জন আদালত থেকে জামিন পেয়েছেন। তাদের জামিনের নথিপত্র এখনো হাতে আসেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status