এক্সক্লুসিভ

৬৫ বছর পর দেখা...

মানবজমিন ডেস্ক

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৮:৫৭ পূর্বাহ্ন

দীর্ঘ ৬৫ বছর পর দেখা। তাই অশ্রু হয়ে ঝরলো আনন্দ। দুই কোরিয়ায় আলাদা হয়ে পড়া পরিবারগুলো এতটা বছর পর পুনর্মিলনের সুযোগে এমন দৃশ্যের অবতারণা হয়েছিল গতকাল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সোমবার অল্প সময়ের জন্য দুই কোরিয়ার প্রায় ৯০টি পরিবার মিলিত হওয়ার সুযোগ পায়। এ সময় তারা একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ৬৫ বছর আগে এসব পরিবার ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর এসব পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপর গতকালই তাদের প্রথম পুনর্মিলনী। তবে তা স্থায়ী হয় মাত্র ১১ ঘন্টা। গত তিন বছরের মধ্যে এ ধরণের পুনর্মিলনী এটাই প্রথম।

উল্লেখ্য, দুই কোরিয়ার মধ্যে এবার সম্পর্কের বরফ গলা শুরু হয়। তারই ধারাবাহিকতায় গতকাল উত্তর কোরিয়ার অবকাশ কেন্দ্র কুমগাং পাহাড়ে পরিবারের এসব সদস্য মিলিত হন। এপ্রিলে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এই পুনর্মিলনীর বিষয়ে একমত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status