খেলা

বার্সার ৬০০০তম গোলও মেসির

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট ২০১৮, সোমবার, ১০:১৪ পূর্বাহ্ন

অধিনায়ক হিসেবে স্প্যানিশ লা লিগায় শনিবার মাঠে নামলেন লিওনেল মেসি। এই ম্যাচে বার্সেলোনার ৬০০০তম গোলটি উপহার দেন তিনি। শনিবার লা লিগায় এবারের মৌসুমের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে এফসি বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারায় কোচ আরনেস্তো ভালভার্দের দল। এদিন বার্সার হয়ে আরেকটি গোল করেন ফিলিপ্পে কুটিনহো। এর আগে কাতালান ক্লাবটির ৫০০০তম গোলটিও করেছিলেন মেসি। সেটা ২০০৯ সালে। বার্সেলোনার ৬০০২ গোলে মেসির অবদান ৩৮৫ গোল। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে এমন কীর্তি গড়লো বার্সেলোনা। লা লিগায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোল ৬০৪১টি। গত মৌসুমের লীগ চ্যাম্পিয়ন ও গত সপ্তাহে সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনাকে ম্যাচের আগে ‘গার্ড অব অনার’ দেয় আলাভেস। এদিন ম্যাচের তৃতীয় মিনিটে মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের নেয়া ফ্রি-কিক ক্রসবারে লাগে। ফিরতি বলে জেরার্ড পিকের হেড গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা গোলের দেখা পায় ৬৪তম মিনিটে। ফ্রি-কিকে বল জালে পাঠান মেসি। দুই মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যেতে পারতেন মেসি। কিন্তু সুয়ারেজের বাড়ানো বল ধরে অধিনায়কের নেয়া শট ফের পোস্টে বাধা পায়। ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা কুটিনহো। স্বদেশি মিডফিল্ডার আর্থারের পাসে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে জয় নিশ্চিত করেন মেসি। লুইস সুয়ারেজের পাসে বাঁ পায়ের নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
মেসির কোচ হওয়াটা গর্বের: ভালভার্দে
বার্সেলোনার কোচ হিসেবে দ্বিতীয় মৌসুমেও লিওনেল মেসিকে নিয়ে বিস্ময় কাটছে না কোচ আরনেস্তো ভালভার্দের। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের কোচ হওয়াটা সৌভাগ্য হিসেবে দেখছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভালভার্দে বলেন, মেসি একটা জিনিয়াস। আমরা সৌভাগ্যবান যে প্রতিদিন তাকে দেখতে পারি। সে খেলছে এমন সময়ে ফুটবলে জড়িত থাকতে পারায় আমরা সৌভাগ্যবান। আর আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান তার কোচ হতে পেরে। আমরা চাই প্রতিদিনই সে বিস্ময়কর কিছু করুক। মেসি বিস্ময়ের এখনই শেষ দেখছেন না স্প্যানিয়ার্ড কোচ ভালভার্দে। তিনি বলেন, তার খেলা দেখে প্রতিদিনই বিস্মিত হই। সে দিন দিন তার পায়ের নতুন নতুন জাদু দেখাচ্ছে। আমাদের বিস্মিত করার সুযোগ মেসির এখনো আছে। সত্যি কথা বলতে কি, আপনাকে মেসির কাছ থেকে যেকোনো কিছু প্রত্যাশা করার জন্য প্রস্তুত হতে হবে। কারণ সে যা দেখে সেটা অন্য কেউ দেখে না।

লা লিগায় বার্সার ৬০০০ গোল :
১-মিগুয়েল পেরেরা (১৯২৯)
১০০০-মার্কোস ওরেলিও (১৯৫০)
২০০০-পেদ্রো টমাস জাবালা (১৯৬৪)
৩০০০-কুইনি (১৯৮২)
৪০০০-গুইলের্মো আমোর (১৯৯৬)
৫০০০-লিওনেল মেসি (২০০৯)
৬০০০-লিওনেল মেসি (২০১৮)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status