অনলাইন

সাইকেলে চড়ে হাসপাতালে গর্ভবতী মন্ত্রী

অনলাইন ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

সন্তান জন্ম দিতে সাইকেলে চালিয়ে হাসপাতালে গিয়ে হাজির হলেন নিউজিল্যান্ডের নারী বিষয়ক মন্ত্রী জুলি জেন্টার।
গ্রিন পার্টির রাজনীতিক জুলি জেন্টার বলেছেন, গাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তিনি সাইকেলে করেই হাসপাতালে চলে যান। আটত্রিশ বছর বয়সী জুলি জেন্টার, যিনি দেশটির সহকারী পরিবহনমন্ত্রীও। সাইকেল চালানোর পক্ষে প্রচারণা চালিয়ে দেশটিতে সুপরিচিত হয়ে উঠেছেন।

তার সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের জন্যে দোয়া করবেন, আমি ও আমার পার্টনার সাইকেল চালিয়ে এসেছি কারণ সাপোর্ট ক্রুদের গাড়িতে পর্যাপ্ত জায়গা ছিল না। কিন্তু সাইকেল চালিয়ে আমার মনটায় বেশ ভালোই লেগেছে ।’

তিনি যে সাইকেলটি চালিয়েছন সেটা ছিল ইলেকট্রিক বাইক। জুলি জেন্টার লিখেছেন, ‘বেশিরভাগ সময়ই ঢালু পথে এসেছি।’
সাইকেল নিয়ে এক বন্ধুর সঙ্গে তার এমন একটি ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

এর আগে গত জুন মাসে নিউজিল্যান্ডেরই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেরন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় সন্তান প্রসব করেছিলেন।

সারা বিশ্বে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন। তার আগে সরকার প্রধান থাকাকালীন সময়ে সন্তানের জন্ম দিয়েছিলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status