এক্সক্লুসিভ

আওয়ামী লীগের কোনো কু-মতলব আছে

স্টাফ রিপোর্টার

২০ আগস্ট ২০১৮, সোমবার, ৯:০৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগই ওয়ান ইলেভেন এনেছিল, তারাই ওয়ান ইলেভেনের সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির হাতে তো স্টিয়ারিং নেই, স্টিয়ারিং তাদের (আওয়ামী লীগ) হাতে। ওয়ান ইলেভেন সরকার তো তারাই এনেছিল। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সে সরকারকে বৈধতা দিয়েছিল। তারা ক্ষমতায় এসে সুবিধাভোগী হিসেবে ওয়ান ইলেভেনের কুশীলবদের ক্ষমা করে দিয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগই চক্রান্ত করে, তাদের সেই এক্সপেরিয়েন্স আছে। আবারও চক্রান্তের মধ্য দিয়ে আরেকটি বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনার পথ রুদ্ধ করতে চায়। আর এই ওয়ান ইলেভেনের মধ্যে বিএনপিকে টেনে আনার মানেই হচ্ছে এখানে আওয়ামী লীগের কোনো কু-মতলব আছে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রকৃতপক্ষে চায় না বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। সেজন্য তারা নানা অজুহাতে ও নানান রকম কথাবার্তা বলে সমস্যা তৈরি করে বিএনপির নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে। তবে খুব স্পষ্ট করে বলে দিতে চাই- সকল বাধা অতিক্রম করে খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এই ফ্যাসিস্ট সরকার তাকে কারাগারে আটকে রেখেছে। আজকে তাকে মুক্ত করার শপথ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আজকে আমাদের অত্যন্ত জোরালো আহ্বান- কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করার কারণে যেসব নিরীহ শিক্ষার্থীকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের ঈদের আগে মুক্তি দেয়া হোক। এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের সংলাপের বিষয়ে আমরা বরাবরই বলছি সংলাপ ছাড়া কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। আওয়ামী লীগ মুখে এ বিষয়ে দুই-একটি কথা বলে। কিন্তু বাস্তবে তার উল্টোটা করে। যেন বিএনপি নির্বাচনে না আসতে পারে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status