খেলা

নেইমার-এমবাপ্পের গোলে জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ১১:০৬ পূর্বাহ্ন

ফরাসি লীগ ওয়ানে গ্যাগোর বিপক্ষে ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় পেলো তারা। প্রতিপক্ষের মাঠে শনিবার লীগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে জেতে পিএসজি। এদিন নোলানের গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান নেইমার। আর শেষ দিকে এমবাপ্পের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা। গতকাল ২০তম মিনিটে গোল করে এগিয়ে যায় গ্যাগো। ডি-বক্সের বাইরে পিএসজির ফরাসি লেফট-ব্যাক কলিন দাগবা ঠিকমতো বল ঠেকাতে ব্যর্থ হলে পেয়ে যান কোকো। তার ছোট পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ফরাসি স্ট্রাইকার নোলান। পাঁচ মিনিট পর স্বাগতিকদের হয়ে হেডে গোল করেছিলেন ফরাসি মিডফিল্ডার নিকোলাস। তবে ভিডিও রিপ্লে দেখে দাগবাকে নিকোলাসের ধাক্কা দেয়ার অভিযোগে ফাউলের বাঁশি বাজান রেফারি। বিরতির পর প্রথম মিনিটেই গোল পেতে পারতো পিএসজি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগটি নষ্ট করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান কমান নেইমার।  ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই ডি-বক্সে বাজে ট্যাকলের শিকার হলে পেনাল্টি পায় গত আসরের চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে ক্যাঁ’র বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচেও গোল করেছিলেন নেইমার। ৭৯তম মিনিটে ডি মারিয়ার ফ্লিক পোস্টে লাগলে গোল বঞ্চিত হয় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা এমবাপ্পের নৈপুণ্যে ৮২তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডি মারিয়ার বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে গোল করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড। আর ৯০তম মিনিটে নেইমারের বাড়ানো বলে দলে জয়সুচক গোলটি করেন এমবাপ্পে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status