অনলাইন

সৌদি আরবে বাংলাদেশী হজযাত্রীর মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়ালো

অনলাইন ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ১০:১৪ পূর্বাহ্ন

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো ৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পবিত্র হজ শুরু আগেই মারা গেলেন মোট ৫১ জন। বাংলাদেশ হজ মেডিকেল টিমের টিম লিডার ডা. মো. জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্র জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৪৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। তন্মধ্যে মক্কায় ৩৮, মদিনায় ৬ ও জেদ্দায় ২ জন। তবে সর্বশেষ যারা মারা গেছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জাকির হোসেন। এ বছর হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৭৫ জন সৌদি আবর গেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ১৪ জুলাই। বিমানের হজ ফ্লাইট শেষ হয় গত বুধবার। পবিত্র হজ পালিত হবে আগামী ২০শে আগস্ট। ফিরতি হজ ফ্লাইট আগামী ২৭শে আগস্ট শুরু হয়ে চলবে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status