খেলা

প্রথমবার তিন অঙ্কে মঈন আলী

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ১০:০৯ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে চলতি সিরিজে ইংল্যান্ড টেস্ট দল থেকে মঈন আলী বাদ পড়েছেন। তবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ ফর্মেই রয়েছেন মঈন আলী। গতকাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন এই ইংলিশ অলরাউন্ডার। এজবাস্টনে উস্টারশায়ার অধিনায়ক মঈন বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ৫৬ বলে ১২ চার ও ৭ ছক্কায় খেলেন ১১৫ রানের বিস্ফোরক ইনিংস। তাতে তার দল করে ২০৯ রানের পুঁজি। বার্মিংহামকে ১৯৪ রানে থামিয়ে উস্টারশায়ার জয় পায় ১৫ রানে। এই মৌসুমে নিজের সাবেক হোম গ্রাউন্ডে সাদা বলে এটি মঈনের দ্বিতীয় সেঞ্চুরি। গত জুনে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে করেছিলেন ১১৪ রান। টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেতে মঈন আলীকে অপেক্ষা করতে হয়েছে ১৩৫ ইনিংস। ২০০৭-এ
ওয়ারউইকশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মঈন আলীর। আর এই সংস্করণে জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২০১৪তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টি-টোয়েন্টিতে মঈনের আগের সর্বোচ্চ স্কোর ছিল ৯০, ২০১৫ সালে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status