প্রথম পাতা

প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শপথ

মানবজমিন ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ১০:০০ পূর্বাহ্ন

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান  ইমরান খান। শনিবার প্রেসিডেন্ট ভবনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হোসেন। শপথ অনুষ্ঠানে অংশ নেন দেশ-বিদেশের বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি। পরে প্রধানমন্ত্রী ইমরান খান ও ফার্স্ট লেডি বুশরা ইমরানকে অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।

পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও খানিকটা বিলম্বে ১০টার কিছু পরে আনুষ্ঠানিকতা শুরু হয়। কালো শেরওয়ানি পরে ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন ‘আইয়ান-ই সদরে’ হাজির হন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। স্ত্রী বুশরা ইমরান আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রেসিডেন্টের সঙ্গে মুখ মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার শপথ বাক্য পাঠ করেন ইমরান খান। এর কিছুক্ষণ পরেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন। সেখানে নতুন প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়।

শপথ অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুল্‌ক, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার, সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া, বিমান বাহিনী প্রধান মুজাহিদ আনওয়ার খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসিসহ দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে পিটিআইয়ের শীর্ষ নেতৃবৃন্দ, ভারতের সাবেক ক্রিকেট তারকা নভোজিৎ সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা, কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরাম, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকার চৌধুরি পারভেজ এলাহি, সংগীত শিল্পী সালমান আহমেদ, আবরারুল হক, অভিনেতা জাভেদ শেখ ও ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক স্পিকার ফাহমিদা মির্জাও উপস্থিত ছিলেন।  

এর আগে, শুক্রবার দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হন ইমরান খান। বুধবার নতুন নির্বাচিত স্পিকার আসাদ কায়সার প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন। প্রধান বিরোধীদল নওয়াজের পাকিস্তান মুসলিম লীগ ইমরানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে ১১ দলীয় জোট গড়ে। তবে, প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন নিয়ে নির্বাচনে তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে ঐকমত্যে পৌঁছতে পারেনি দলটি।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রধান শাহবাজ শরীফের প্রার্থিতা নিয়ে বিরোধী শিবিরে বিরোধ দেখা দেয়। পিটিআই বিরোধী জোট গঠন করলেও শেষ পর্যন্ত শাহবাজকে সমর্থন দেয়নি বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি। তাই আগে থেকেই একরকম নিশ্চিত ছিল ইমরান খানই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। জাতীয় পরিষদে শুক্রবারের নির্বাচনে ইমরান খান মোট ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিপক্ষ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরীফ পান ৯৬ ভোট।

উল্লেখ্য, গত ২৫শে জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একক দল হিসেবে ইমরান খানের দল পিটিআই সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য- ছোট দলগুলোর সাহায্যের দরকার হয় তখন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status