বাংলারজমিন

ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রেলসেতুতে পারাপার

কামরুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) থেকে

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ৮:৫১ পূর্বাহ্ন

লাকসামে কার্জন খালের উপর কোনো ব্রিজ না থাকায় ৩টি স্কুলের ছাত্রছাত্রীরা ও ২০ হাজার গ্রামবাসী রেলওয়ে ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ৩০ বছর ধরে একটি ব্রিজের জন্য জনপ্রতিনিধিদের নিকট আবেদন করলেও এখনও কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি। সরজমিনে গিয়ে দেখা যায়, লাকসামের মুদাফরগঞ্জ ইউনিয়নের কাগৈয়া গ্রামে কার্জন খালের উপর কোনো ব্রিজ নেই। লাকসাম-চাঁদপুর রেললাইনে ওই স্থানে রেলওয়ের একটি ব্রিজ। ওই ব্রিজের ওপর দিয়ে তৈয়ব আলী উচ্চবিদ্যালয়, জালাল মেমোরিয়া উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি স্কুলের ছাত্রছাত্রীরা ও গ্রামবাসী বাধ্য হয়ে এ রেলওয়ের ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। ছোট ছেলেমেয়েরা ব্রিজ পারাপারের সুবিধার্থে গ্রামবাসী রেললাইনের উপর কাঠ দিয়ে দেয়। যাতে ছাত্রছাত্রীরা সহজে চলাচল করতে পারে। এরপরও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ৭-৮ জন ছাত্রছাত্রী রেললাইন ওপর পার হওয়ার সময় একটি ট্রেন আসতে থাকে। পার্শ্ববর্তী লোকজনের চিৎকারে ওইসব ছাত্রছাত্রী খালের উপর লাফিয়ে আত্মরক্ষা পায়। এতে ওইসব ছাত্রছাত্রী সবাই কম বেশ আহত হয়। পার্শ্ববর্তী পরানপুর ও নোয়াপাড়া গ্রামের মর্জিনা বেগম ও সুরাইয়া বেগমসহ কয়েকজন অভিভাবক জানায়, মেয়েদের স্কুলে পাঠাই। ঘরে ফেরা পর্যন্ত আতঙ্ক থাকি। বিকাল বেলায় স্কুল থেকে বাড়ি আসা পর্যন্ত একটু দেরি হলে রেলওয়ে ব্রিজের নিকট গিয়ে অপেক্ষা করি। এছাড়া আলী আহমেদ নামে একজন অভিভাবক বলেন, এলাকার অনেকে যাতায়াতের সুবিধা না থাকায় অনেক ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ করে দেয় অভিভাবকরা। যাদের অবস্থা ভালো তাদের সন্তানদের লাকসাম ও কুমিল্লা বাসা ভাড়া নিয়ে পড়ালেখায় করায়। কার্জন খালের উভয় অংশে ৮টি গ্রাম। পরানপুর, নোয়াপাড়া, চিতোষী, কাগৈয়া, শ্রীয়াং, খালপাড়া, চিতোষী স্টেশনসহ ওইসব গ্রামবাসী গত ৩০ বছর পর্যন্ত বিভিন্নস্থানে জনপ্রতিনিধিদের নিকট আবেদন করলেও এখনও ব্রীজ নির্মাণ করা হয়নি। ব্রিজ নির্মাণ করা হলে পাল্টে যাবে দৃশ্যপট। স্থানীয় মেম্বার ফয়জুল আলম মিয়াজী বলেন, এলাকার মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীরা অনেক কষ্টে যাতায়াত করে। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া কোন ব্যবস্থা নেই। চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর বলেন, দীর্ঘদিন থেকে এলাকার লোকজনসহ স্কুলের ছাত্রছাত্রীরা কষ্ট করে রেললাইনের ওপর চলাচল করে। তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য তাজুল ইসলামের আন্তরিকতার কারণে রেললাইনের পাশে বিকল্প রাস্তা তৈরি হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status