বিনোদন

‘গানের ক্ষেত্রে সারা জীবন শেখা যায়’

ফয়সাল রাব্বিকীন

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

সুকণ্ঠী সংগীতশিল্পী মৌটুসী পার্থ। বেশ দীর্ঘ সময় ধরে গানের জগতে নিয়মিত তিনি। তার গাওয়া গানগুলো পছন্দও করেছেন শ্রোতারা। আর স্টেজ শোতেও অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে এ শিল্পীর। দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে এখন দারুণ ব্যস্ত এ শিল্পী। সব মিলিয়ে এখন কেমন আছেন? মৌটুসী পার্থ বলেন, সবার দোয়ায় খুব ভালো আছি। গান নিয়েই সময় চলে যাচ্ছে। এখনতো ঈদের অনুষ্ঠান বেশি হচ্ছে। এখন শো এর ব্যস্ততা কী রকম? মৌটুসী বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। শো আয়োজনটা তুলনামূলক কম হচ্ছে। তারপরও শো করছি। বিশেষ করে বড় শোগুলোতে অংশ নিচ্ছি। মূল ব্যস্ততা কী নিয়ে? মৌটুসী বলেন, নিয়মিত টিভি শো করছি। সর্বশেষ এনটিভির লাইভে গান গেয়েছি। এর বাইরে এখন সব থেকে বেশি ব্যস্ত ঈদের অনুষ্ঠান নিয়ে। আসছে ঈদের বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছি। বিভিন্ন চ্যানেলের শুটিং নিয়ে তাই ব্যস্ত থাকতে হচ্ছে। এই ব্যস্ততা চলবে ঈদ পর্যন্ত। নতুন গানের কী খবর? মৌটুসী বলেন, আসলে নতুন গান করবো করবো বলে করা হচ্ছে না। কারণ ব্যাটে বলে মিলছে না সবকিছু। নতুন একটি গান অনেক দিন ধরেই তৈরি হয়ে আছে। কিন্তু সেটায় কণ্ঠ দেয়া হয়নি। গানটির সুর ও সংগীতায়োজন করেছে আরফিন রুমি। তবে রুমি এখন গান করা বন্ধ রেখেছে। জেনেছি সে আবার শিগগিরই ফিরবে গানে। ও ফিরলেই গানটিতে কণ্ঠ দেয়া হবে। এর বাইরে আরও কয়েকটি নতুন গান করার পরিকল্পনা রয়েছে। চলতি সময়ে গানের অবস্থা কেমন মনে হচ্ছে? মৌটুসী বলেন, আসলে সময় বদলেছে। গান প্রকাশের মাধ্যম বদলেছে। অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তবে ফলাফল কিন্তু একই রকম মনে হচ্ছে। আমাদের বাজার ছোট। সীমাবদ্ধতা হচ্ছে বাংলা ভাষা। কারণ বাংলা ভাষার শ্রোতা ইংরেজি কিংবা হিন্দির চাইতে কম। এই সময়ে অবস্থা আরও খারাপ বলে মনে হয় আমার কাছে। কারণ আমি নিজেই দেখছি মানুষ এখন বাংলাদেশের কিংবা কলকাতার বাংলা গানও শুনছে না। শুনছে বেশি হিন্দি গান। হাবিব যখন গান শুরু করলো তখন একটা জোয়ার শুরু হয়েছিল বাংলা গানের। তখন হিন্দি গানের প্রভাবটা কমে গিয়েছিল। কিন্তু এখন আবার হিন্দি গান প্রভাব বিস্তার করছে। এটা একটা অশনি সংকেত। মৌটুসি আরও বলেন, আসলে একই ধরনের গান শুনতে শুনতে মানুষ বিরক্ত। হাবিব একটা নতুন ট্রেন্ড নিয়ে এসেছিল। এটা তার কৃতিত্ব। তারপর দেখা গেল যারাই গান করছে সবাই হাবিবকেই অনুসরণ করছে। সে রকম করেই গান করছে। ভাঙা গড়ার কোনো খেলা নেই। এই একঘেয়েমিতা থেকে বের হতে হবে। কারণ মানুষ সত্যিই এখন বিরক্ত। আপনার কোনো পরামর্শ কি থাকবে এক্ষেত্রে? মৌটুসী বলেন, আমি আসলে সেরকম কেউ নই যে পরামর্শ দেবো। এখনও শিখছি আমি। তারপরও বলবো। ভালোবাসার সঙ্গে সঙ্গে চেষ্টা, পরিশ্রম, ধৈর্য থাকলে অনেক কিছু করা সম্ভব। এ বিষয়গুলো গানের ক্ষেত্রে আরও বেশি দরকার। আর শেখার মানসিকতাও থাকতে হবে। গানের ক্ষেত্রে সারা জীবন শেখা যায়। যে যত বেশি শিখবে সে তত বেশি সমৃদ্ধ হবে। এর বিকল্প নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status