বিনোদন

‘রাঙা সকাল’-এ ফয়সাল

স্টাফ রিপোর্টার

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ৮:৪২ পূর্বাহ্ন

নব্বইয়ের দশকের জনপ্রিয় মডেলদের একজন ফয়সাল এখন প্রচারের আলো থেকে অনেকটাই দূরে আছেন। বর্তমান সময়ে নিজেকে তিনি ব্যস্ত রেখেছেন ব্যবসায় এবং হকি খেলায়। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বের অতিথি হয়ে এসেছেন তিনি। রুম্মান রশীদ খান ও লাবন্যর উপস্থাপনায় এ অনুষ্ঠানে তিনি নিজের সম্পর্কে জানিয়েছেন অনেক অজানা কথা। একসময়ের ব্যস্ত হকি খেলোয়াড়, ছাত্র রাজনীতির তুখোড় কর্মী, মডেল, অভিনেতা ফয়সাল বর্তমানে একটি রেস্টুরেন্ট, বুটিক হাউজ ও এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টের ব্যবসায় নিজেকে নিয়োজিত রেখেছেন। একই সঙ্গে একাধিক কাজ করার অভ্যাস তার দীর্ঘদিনের। অতীত দিনের কথা স্মরণ করে ফয়সাল বলেন, এমনও দিন গেছে যখন সকাল বেলা আমাকে রাজনীতির মিছিলে দেখা গেছে। দুপুরে ঊষা ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে হকি খেলেছি। সন্ধ্যায় মৌয়ের সঙ্গে র‌্যাম্পে হেঁটেছি। ক্যারিয়ারের এ পর্যায়ে আসার পেছনে মডেল পল্লব, নির্মাতা আফজাল হোসেন ও অভিনয়ের জন্য মোস্তফা সরয়ার ফারুকীকে স্মরণ করেন তিনি। ফারুকীর ‘ওয়েটিং রুম’ ছিল ফয়সাল অভিনীত প্রথম টেলিফিল্ম। ঐ টেলিফেল্মের জন্য ওপার বাংলা থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। মডেলিং এবং নাটকের আঙিনা পেরিয়ে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন এ অভিনেতা। এমনকি খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রে ফেরদৌস অভিনীত চরিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আমেরিকা যাওয়ার কারণে শিডিউল জটিলতায় ছবিটি তাকে ছেড়ে দিতে হয়। ‘রাঙা সকাল’-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে আসছে ঈদের পঞ্চম দিন সকাল ৭টা থেকে ৮টায় মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status