অনলাইন

অজ্ঞান পার্টি, জাল নোট চক্র ও মাদক ব্যবসা চক্রের ৭৯ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৩:১৯ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি, জাল নোট চক্র ও মাদক ব্যবসার সাথে জড়িত ৭৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিবচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গতরাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি, জাল নোট চক্র ও মাদক ব্যবস্যার সাথে জড়িত সর্বমোট ৭৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। এদের মধ্যে অজ্ঞান পার্টির ৫৭ জন, জাল টাকা ও জাল টাকা তৈরীর সরঞ্জামসহ ৮ জন, মাদকসহ ৬ জন এবং ছিনতাইকারী চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থকে ৫৫৩টি চেতনানাশক ট্যাবলেট, ৭ কৌটা মলম ও ৭ বোতল বিষ মিশ্রিত পানীয় উদ্ধার করা হয়। এছাড়াও জাল নোট চক্রের কাছ থেকে ৭৫ লক্ষ জাল, একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, কাগজ, স্কিন বোর্ড ও জাল টাকায় ব্যবহৃত ফয়েল পেপার, মাদক ব্যবসায়ী চক্রের কাছ থেকে ৫১ হাজার ১শত ৬৫ পিস ইয়াবা এবং ছিনতাইকারী চক্রের কাছ থেকে ৮ লক্ষ টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে এসব চক্র সক্রিয় হওয়ার প্রচেষ্টায় ছিল বলে জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status