খেলা

১৪ ম্যাচ পর জয়, ৩৮৩ ইনিংস পর সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৩:১৩ পূর্বাহ্ন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া  সর্বশেষ জয় পায় ২০১৬ সালের ৩১ জুলাই। সেটি জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ১৭ রানের। তখন ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল সেন্ট লুসিয়া জোউকস।  ২০১৭ সাল থেকে থেকে ফ্র্যাঞ্চাইজিটির নাম হয়েছে সেন্ট লুসিয়া স্টার। নাম পরিবর্তন হলেও দলটির ভাগ্যটা ঠিক বদলাচ্ছিল না। দীর্ঘ ১৪ ম্যাচ পর আজ কাইরন পোলার্ডের হাত ধরে জয় পেলো সেন্ট লুসিয়া। ঘরের মাঠে তার অসাধারণ এক সেঞ্চুরিতে বার্বাডোজ ট্রাইডেন্টসকে ৩৮ রানে হারিয়েছে সেন্ট লুসিয়া। তাও আবার সিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। পোলার্ডের ৫৪ বলে ১০৪ ও আন্দ্রে ফ্লেচারের ৫২ বলে ৮০ রানের সুবাদে সেন্ট লুসিয়া করে ২২৬ রান। সেন্ট লুসিয়ার মতো পোলার্ডেরও দীর্ঘ এক অপেক্ষা ফুরালো। ৩৮৩ ইনিংস পর আজই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। আগের সর্বোচ্চ অপরাজিত ৮৯ ছাড়িয়ে আজ ৩৮৪তম ইনিংসে করলেন ১০৪। ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেতে আর কোনো ব্যাটসম্যানেরই এত বেশিসংখ্যক ইনিংস খেলতে হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status