খেলা

মিঠুনের ব্যাটে টি-টোয়েন্টি সিরিজ জিতল ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ১:২৮ পূর্বাহ্ন

শুরু আর শেষে দারুণ বোলিং করলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে উইলিয়াম পোর্টারফিল্ড ও সিমি সিংয়ের দুই ফিফটিতে বড় সংগ্রহ পেল আয়ারল্যান্ড ‘এ’ দল। পরে মোহাম্মদ মিঠুনের বিস্ফোরক ব্যাটিংয়ে সেই রান সহজেই পেরিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল। গতকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে সৌম্য সরকারের দল। ২-১ ব্যবধানে ঘরে তুলেছে সিরিজ। বৃষ্টির বাধায় শুক্রবার ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। পোর্টারফিল্ড ও সিমির শতরানের জুটির ওপর ভর করে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে আইরিশরা। সৌম্যর সঙ্গে মিঠুনের দারুণ উদ্বোধনীর সৌজন্যে ৭ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল। এদিন সিরিজ নির্ধারণী ম্যাচে সৌম্যর সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে মিঠুনের বিস্ফোরক ব্যাটিংয়ে ৮ ওভারেই একশ ছুঁয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ২৩ বলে ফিপটি তুলে নেন মিঠুন। তাকে দারুণ সঙ্গ দেয়া সৌম্য খেলেন ৪৭ রানের ইনিংস। একাদশ ওভারে অধিনায়কের বিদায়ে ভাঙে ১১৭ রানের উদ্বোধনী জুটি। দ্রুত ফিরেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। তাদের মাঝে ৮০ রানের ঝকঝকে এক ইনিংস খেলে ফিরেন মিঠুন। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারানোর কোনো প্রভাব পড়তে দেননি আল আমিন জুনিয়র ও মুমিনুল হক। দুই জন মাঠ ছাড়েন জয়কে সঙ্গী করে। এর আগে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ‘এ’ দলকে চাপে ফেলেন সাইফুদ্দিন। তার দারুণ বোলিংয়ে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। স্টুয়ার্ট টম্পসন ও অ্যান্ড বালবার্নিকে বোল্ড করেন সাইফ। গ্যারেথ ডেলানিকে বোল্ড করেন শরিফুল ইসলাম। এরপরই চতুর্থ উইকেটে ১১১ রান যোগ করেন পোর্টারফিল্ড ও সিমি। দ্বিতীয় স্পেলে ফিরে ৭৮ রান করা পোর্টারফিল্ডকে বিদায় করেন সাইফ। অপরাজিত ৬৭ রানের চমৎকার ইনিংসে দলকে দুইশ রানের কাছে নিয়ে যান সিমি। ২৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সেরা বোলার সাইফ। ম্যাচসেরার পুরস্কার জেতেন মোহাম্মদ মিঠুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status