বিশ্বজমিন

গাজা উপত্যকায় ইসরাইলের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

মানবজমিন ডেস্ক

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ১:২৫ পূর্বাহ্ন

গাজা উপত্যকায় বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর আবারো গুলি চালিয়েছে ইসরাইল। শুক্রবার ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭০ জন। আল জাজিরার খবরে বলা হয়েছে, চার মাসেরও অধিক সময় ধরে গাজায় বিক্ষোভ দেখিয়ে আসছে ফিলিস্তিনিরা। ১৫ই মে ‘নাকাবা দিবস’  উপলক্ষ্যে বিক্ষোভের শুরু হয়। তখন থেকে প্রতি শুক্রবার গাজায় ইসরাইলের সীমান্ত বেড়ার কাছে জড়ো হয়ে ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা। গতকালও সেখানে বিক্ষোভ করেছে কয়েক হাজার ফিলিস্তিনি। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূÑখন্ড ফিরিয়ে দেয়ার দাবি জানায়। পূর্বের মতোই এতে আক্রমণ চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, শুক্রবার গাজার উত্তরাঞ্চলে রাফাহ সীমান্তে ইসরাইলের গুলিতে সাদি আল আকরাম নামের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে ইসরাইলের ¯œাইপারের গুলিতে নিহত হন আরেক ফিলিস্তিনি করিম আবু ফাতয়ার । গুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন আরো অন্তত ২৭০ বিক্ষোভকারী।
উল্লেখ্য, ৩০শে মার্চ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এতে আহত হয়েছে ১৮ হাজারেরও বেশি মানুষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status