দেশ বিদেশ

স্ত্রীর আত্মহত্যা, স্বামী আহত নেপথ্যে পরকীয়া

স্টাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

রাজধানীর গোলাপবাগে একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ ও আহত অবস্থায় তার স্বামী এবং অচেতন অবস্থায় দুই মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্ছেন, স্বামী স্বপন মিয়া (৪০), স্ত্রী জ্যোৎসনা বেগম (৩২) ও ছেলে ইফতি (১৩) এবং মেয়ে জোহা (৫)। গতকাল দুপুরে গোলাপবাগ এলাকার কাইয়ূমের বাড়িতে এ ঘটনা। পুলিশ ও এই পরিবারের স্বজনরা জানিয়েছেন, স্বামীর পরকীয়া ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে কলহ চলে আসছিল। এই কলহের জের ধরেই ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বপন মিয়ার সঙ্গে ঝর্না নামে তরুণীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত। পরে পানের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয় স্বপন মিয়াকে। একইভাবে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়েছিল দুই সন্তানকেও। পরে চাপাতি দিয়ে স্বপন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। ওই সময়ে চেতনা ফিরে পেয়ে তা দেখতে এই দম্পতির সন্তান ইফতি। স্বপনকে চাপাতি দিয়ে গলায় আঘাত করে পাশের রুমে চলে যায় জ্যোৎসনা। এদিকে দ্রুত ফোনে প্রতিবেশী খালাকে বিষয়টি জানায় ইফতি। খবর পেয়ে আশপাশের লোকজন ওই ঘরে ঝুলন্ত অবস্থায় জ্যোৎসনা ও আহত অবস্থায় স্বপনকে দেখতে পান। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য জ্যোৎসনার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেইসঙ্গে আহত ও অচেতন থাকা দুই শিশুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মর্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিহতের স্বজনরা। তারা জানান, জ্যোৎসনার স্বামী স্বপন মিয়ার সঙ্গে অন্য এক নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। জ্যোৎসনা বেগম বিষয়টি জানার পর দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয়। এ নিয়ে স্বপন মিয়া তাকে মরধর করতো। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে তারা জানান।
পরকিয়া প্রেমের কারণেই এই ঘটনাটি ঘটেছে জানিয়ে যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের জের ধরে স্ত্রী ক্ষুব্ধ হয়ে স্বামীকে হত্যার চেষ্টা চালায় এবং নিজে আত্মহত্যা করেছে। স্বপন মিয়ার বাড়ি নরসিংদী জেলায়। তারা গোলাপবাগে ভাড়া বাসায় থাকতেন বলে জানান ওসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status