খেলা

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

শিরোপা জয়ের প্রতিজ্ঞা মেয়েদের

স্পোর্টস রিপোর্টার

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা কুড়ায় বাংলাদেশ। মাত্র ৮ মাসের ব্যবধানে আরো একটি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। শিরোপার পথে বাধা এবারও সেই ভারত। একই প্রতিপক্ষের বিপক্ষে একই ফলের প্রতিজ্ঞা করছেন বাংলাদেশ মেয়েরা। দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নের ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হচ্ছে আজ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।
টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েই ফাইনালে পা রেখেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তিন ম্যাচ মিলিয়ে বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের জালে জড়িয়েছে ২২ গোল। বিপরীতে বাংলাদেশের গোলরক্ষক মাহমুদা এখনো পর্যন্ত কোনো গোল খায়নি। প্রথম ম্যাচে পাকিস্তানের জালে ১৪ গোলের পর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ। আর সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটে মারিয়া বাহিনী। যোগ্যতা প্রমাণ করেই ফাইনালে উঠেছে ভারত। তারাও প্রতিপক্ষের জালে করেছে ১৫ গোল। হজম করেছে একটি। তবে প্রতিবেশীর চেয়ে পারফরমেন্সের ভারে কিন্তু এগিয়ে আছে বাংলাদেশই। যে নেপালকে গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ, সে নেপালকেই ভারত সেমিতে হারিয়েছে ২-১ গোলে। গ্রুপে ভুটানের বিপক্ষে ভারতের জয় ছিল কষ্টার্জিত ১-০ গোলের। তারপরেও ফাইনাল ফাইনালই। সে ম্যাচেও নিজেদের ভারতের চেয়ে এগিয়ে রাখলেই কেবল শিরোপার দেখা পেতে পারে বাংলাদেশ। তেমনই বিশ্বাস দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটনের। ফাইনালের আগে ছোটন বলেন, ফাইনাল খেলবো এটা আমি নিশ্চিত ছিলাম। এখানে আমাদের মূল প্রতিপক্ষ আসলে ভারত। ফাইনালে তাদের হারিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ফাইনাল জিততে না পারলে আগের ম্যাচগুলোর কৃতিত্ব কেউ মনে রাখবে না। আমরা জানি ভারত শক্তিশালী দল। তবে ভারতের চেয়ে বেশি শক্তিশালী দলকে হারানোর অভিজ্ঞতা আমাদের আছে। সে অভিজ্ঞতা আজ কাজে লাগাবো। বাংলাদেশ মহিলা জাতীয় দলের অধিনায়ক সাবিন খাতুন সহকারী কোচ হিসেবে আছেন এই দলে। তার মতে মেয়েরা যে ধারায় ফুটবল খেলছে তাতে অতি আত্মবিশ্বাসে না ভুগলে ভারতের পাত্তা পাওয়ারই কথা না। মাঠের বাইরে এটা নিয়েই কাজ করছেন সাবিনা। গতকাল এ বিষয়ে সাবিনা বলেন, মেয়েরা মাঠে দুর্দান্ত খেলছে। এই দলের সবচেয়ে বড় গুণ হচ্ছে সবাই স্কোরার। এখন পর্যন্ত ৯ জন টুর্নামেন্টে গোল করেছে। এই সক্ষমতাই বাংলাদেশকে শিরোপা জিততে সহায়তা করবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের এই স্ট্রাইকার। এদিকে ফাইনালের আগে প্রতিপক্ষ বাংলাদেশকে এগিয়ে রাখলেন ভারতের কোচ ফিরমিন দৌজা। ফাইনালের আগে তিনি বলেন, বাংলাদেশ শারীরিক ও মানসিকভাবে ভারতের চেয়ে এগিয়ে থেকে মাঠে নামবে। তারা গতবারের চ্যাম্পিয়ন। তবে আমাদের টার্গেট হলো নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতা।
ভারত-নামটি নিয়ে বাংলাদেশের কিশোরীদের ভয়-ডর নেই। গত টুর্নামেন্টে লীগ পর্বে পড়শী দেশটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ফাইনালে জয় ছিল ১-০ ব্যবধানে। ভারতের বিরুদ্ধে দুই ম্যাচে ৪ গোল করা ৩ জনই আছেন এই টুর্নামেন্টে। শামসুন্নাহার, আনুচিং মগিনি ও মনিকা চাকমারা থিম্পুতেও ভারতকে গুঁড়িয়ে দিতে পারবেন তো? গতকাল ভুটানের রাজধানীতে বল ছুঁয়ে সে প্রতিজ্ঞাই করেছেন মারিয়া-তহুরারা। সবার মুখেই ছিল এক কথা, ‘আমাদের আসল পরীক্ষা দিতে হবে ফাইনালে। সে পরীক্ষায় পাস করতেই হবে। ঝড়ের গতিতে এতদূর এসে থামা যাবে না। ট্রফি হাতে আছে, হাতেই রাখতে হবে। জাতিকে উপহার দিতে হবে আরেকটি বিজয়ের আনন্দ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status