খেলা

‘মুমিনুলের কাছে যেটা চেয়েছি সেটা করেছে’

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

মুমিনুলের কাছে যেটা চেয়েছিলাম সেটা সে করেছে। দেখা যাক সামনে দলের ভাবনাটা কী দাঁড়ায়- বাংলাদেশ ওয়ানডে দলে মুমিনুল হক সুযোগ পাবেন কি না এমন প্রশ্নে নির্বাচক হাবিবুল বাশারের মন্তব্য। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে রয়েছেন হাবিবুল বাশার সুমন। মুমিনুল হকের নেতৃত্বে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ ২-২এ ড্র করেছে বাংলাদেশ ‘এ’। ১৭ই আগস্ট হাবিবুল বাশারের জন্মদিন। আর গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে হাবিবুল বাশার বলেন, ‘ওয়ানডে সিরিজটা ৩-১ হওয়া উচিত ছিল। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করতে পারিনি। ওরাও প্রায় জাতীয় দল খেলিয়েছে। এই সফরে ফলের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল খেলোয়াড়দের দেখা। আমরা যে ভাবনা নিয়ে আয়ারল্যান্ডে এসেছিলাম, সেটা অনেকটা কাজে দিয়েছে।’ হাবিবুল বাশার বলেন, ‘আইরিশ কন্ডিশনটা সব সময়ই আমাদের জন্য কঠিন। এবারের দলটা আমাদের প্রথাগত ‘এ’ দলের মতো নয়। ‘এ’ দল সাধারণত জাতীয় দলের সেতু হিসেবে কাজ করে। তবে, এবার ‘এ’ দল আমরা করেছি আগামী দুই-তিন বছরের কথা চিন্তা করে। ‘এ’ দলের সফর নিয়মিত যেহেতু হয় না, এবার চেষ্টা করেছি, দুই-তিন বছর পর জাতীয় দলে যাদের চিন্তা করবো তাদের একটু পরখ করে দেখতে। সে হিসেবে পারফরম্যান্স খুব একটা খারাপ হয়নি।’ আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডেতে মুমিনুলের ১৮২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ গড়ে ৪ উইকেটে ৩৮৬ রানের বড় স্কোর। ৫ ম্যাচে ৭৪.২৫ গড়ে ১০০ স্ট্রাইকরেটে ২৯৭ রান করে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই। এমন নৈপুণ্য শেষে মুমিনুল কি বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পাবেন? বাশার বলেন ‘মুমিনুল যখন বাদ পড়ে তখনো তার স্ট্রাইক রেট ছিল ৭৪-এর ওপরে। খুব বেশি ব্যাটসম্যান তার চেয়ে এগিয়ে ছিল না। আজ হোক, কাল হোক মুমিনুলকে লাগবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের ভাবনাটা। ও যখন বাদ পড়েছে তখন হয়তো মনে হয়েছিল টপ অর্ডারে একজন ব্যাটসম্যান দরকার যে বিস্ফোরক শুরু এনে দিতে পারবে। এখন আবার মনে হচ্ছে ধরে খেলতে পারবে, ইনিংসটা লম্বা করতে পারবে, এমন একজনকে দরকার। সবই আসলে দরকার। মুমিনুলের কাছে যেটা চেয়েছিলাম সেটা সে করেছে। দেখা যাক সামনে দলের ভাবনাটা কী দাঁড়ায়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status