এক্সক্লুসিভ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৯:০৬ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একই পরিবারের ছয় সদস্য তায়েফ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় বাবাসহ তিন মেয়ে নিহত হন। নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), মেয়ে-সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)। দুর্ঘটনায় গুরুতর আহত মশিউর রহমানের স্ত্রী ও ছেলে সৌদির কিং আব্দুল আজিজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মশিউর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সাঈদ ভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে।
এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় আরো চার বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়। মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত চার বাংলাদেশি হজযাত্রী হলেন- ঢাকার ধানমণ্ডির মো. জাভের (৬৫), ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মো. আকতার হোসেন (৬৭), বগুড়ার মোসাম্মদ মনোয়ারা খাতুন (৫৪) ও ঠাকুরগাঁও সদরের সাথিফর রহমান (৫৬)।
চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৭, মদীনায় ছয় ও জেদ্দায় দু’জনসহ মোট ৪৫ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে আট জন নারী ও ৩৭ জন পুরুষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status