বাংলারজমিন

রাজশাহীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৯:০৫ পূর্বাহ্ন

দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের মধ্যে রাজশাহীতে মাদক সেবনের প্রতিবাদ করায় আবদুর রাজ্জাক (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ৬ই আগস্ট মাদক সেবনের প্রতিবাদ করায় এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। নিহত আবদুর রাজ্জাক শিরোইল কলোনির হাজরা পুকুর এলাকার ইসলামের ছেলে। রাজ্জাক ভাঙড়ির ব্যবসা করতেন। মৃত্যুর আগে যারা তাকে পিটিয়ে জখম করেছিল তাদের নাম জানিয়ে গেছে বলে জানান নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
নিহত রাজ্জাকের ছোট ভাই শাহিন জানান, গত ৬ই আগস্ট রাত সাড়ে ৯টার দিকে একই এলাকার চিহ্নিত মাদক সেবনকারী মানিক, খায়রুল, সুমন, জ্যাকি, মোহন, রাসেল ও মাসুম চা খাওয়ানোর কথা বলে রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা কলোনির হাজরা পুকুর এলাকায় জিয়াই পাইপ ও রড দিয়ে রাজ্জাককে পিঠিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে টহল পুলিশ গিয়ে আহত রাজ্জাককে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। শাহিন আরো বলেন, রাজ্জাক যাদের নাম বলেছে তারা এলাকায় নিয়মিত মাদক সেবন করেন। প্রতিদিন তারা এলাকায় মাদকের আসর বসাতো। দীর্ঘদিন থেকেই রাজ্জাক এলাকায় এ ধরনের মাদক সেবনের প্রতিবাদ করে আসছিলেন। এক পর্যায়ে মাদক সেবন বন্ধ না হওয়ায় রাজ্জাক মাদক সেবনের বিষয়টি র‌্যাবকে জানানোর কথা বললে তারা (মাদক সেবনকারী) রাজ্জাকের ওপর ক্ষিপ্ত হয়ে তার ওপর এমন হামলা চালায়। এ নিয়ে আগেই থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status