বাংলারজমিন

কক্সবাজারে গোলাগুলি নিহত ১

স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৯:০৪ পূর্বাহ্ন

রিজার্ভ জমির দখল উচ্ছেদকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমদ (৩৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সদরের ঈদগাঁও মেহেরঘোনা এলাকার মৃত মোহাম্মদ হোছেনের ছেলে। স্থানীয়দের দাবি, বিট কর্মকর্তা মামুন অর রশিদের গুলিতে মারা যায় মোস্তাক।
এ ঘটনায় সাত বনকর্মীসহ অন্তত ১৪ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ ও আহতদের মধ্যে বনবিট কর্মকর্তা মামুনর রশিদ খাঁন, বনপ্রহরী আবদুল মান্নান, আবদুল মতিন, শহিদুল ইসলাম সোহাগ, মোহাম্মদ ছবুর আলী, আবদু রশিদ, কাজী আবদুল মালেক, সমির চন্দ্র কর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকাল ১১টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চাঁন্দেরঘোনা উছিন্না মোরা এলাকায় এ ঘটনা ঘটে। বনবিভাগের সংশ্লিষ্টদের তথ্যমতে, বনরক্ষীদের কাছ থেকে চাইনিজ রাইফেল ছিনিয়ে নেয়া হয়। পরে দ্বিখণ্ডিত অবস্থায় উদ্ধার করলেও লুট হয়েছে সাত রাউন্ড গুলি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোস্তাক আহমদসহ ৪/৫ জন লোক রিজার্ভ জমিতে পলিথিন দিয়ে ঝুঁপড়ি ঘর নির্মাণের চেষ্টা চালায়। খবর পেয়ে ঈদগাঁও মেহেরঘোনা বিট কর্মকর্তা মামুন অর রশিদ খাঁনের নেতৃত্বে একদল বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ঝুঁপড়ি নির্মাণে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ঘর নির্মাণকারী মোস্তাককে লক্ষ্য করে গুলি ছুড়ে বিট কর্মকর্তা মামুন। মোস্তাককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে বনকর্মীদের ধাওয়া দেয় উত্তেজিত জনতা। এতে  এলাকাবাসী ও বন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এ সংঘর্ষে বনবিভাগের সাত জনসহ ১৪ জনের মতো আহত হয়। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, নিহতের গলা, হাতে ও বুকে গুলির চিহ্ন রয়েছে। লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বনবিট অফিস ও নিহত ব্যক্তির এলাকা পাশাপাশি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status