বাংলারজমিন

কক্সবাজার পৌর মেয়র-কাউন্সিলরদের শপথ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৮:০৯ পূর্বাহ্ন

কক্সবাজার পৌরসভা মেয়রের আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছেন মুজিবুর রহমান। একই সঙ্গে কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদেরও শপথ অনুষ্ঠান সমপন্ন হয়েছে। বৃহসপতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রথমে নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। পরে সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরদের শপথ করানো হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আফসার এর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী। এরপর শপথ পরবর্তী অনুভূতি প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। এছাড়া নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্র্নেল ফোরকান আহমদ। এ সময় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র ছাড়াও আলাদাভাবে শপথ নেন ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শাহেনা আকতার, ৪, ৫ ও ৬ আসনের কাউন্সিলর ইয়াছমিন আকতার, ৭, ৮ ও ৯ নং আসনের কাউন্সিলর জাহেদা আকতার, ১০, ১১ ও ১২ নং আসনের কাউন্সিলর নাছিমা আকতার বকুল। পরে সাধারণ আসনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান চৌধুরী, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. দিদারুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দীন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নূর মোহাম্মদ ও ১২নং ওয়ার্ডের কাজী মোরশেদ আহম্মদ বাবু শপথগ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status