এক্সক্লুসিভ

বাজারের নাম ফকিন্নি!

মরিয়ম চম্পা

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৭:৪৯ পূর্বাহ্ন

রিকশাওয়ালা রশিদ মিয়া হাঁক দিয়ে ডাকেন, ওই ফকিন্নি বাজার, ফকিন্নি বাজর। বাজারের নাম ফকিন্নি কেন জানতে চাইলে তিনি বলেন, প্রায় ১৫-২০ বছর আগে ফকিররা মিলে বাজারটা বসিয়েছে তাই এটার নাম ফকিন্নি বাজার। তেজগাঁও ওভারব্রিজের নিচে ফকিন্নি বাজারে যেতে দেখা গেছে বাজারটিতে প্রায় ৫০-৬০টি দোকান রয়েছে। বিক্রেতা হোসেন বলেন, এইডা এহন জমিদারগো বাজার। ফহিন্নি জমিদার সবাই এইহানে বাজার করতে আসে। বিক্রেতা হাসনা বলেন, গত সাড়ে ৩ বছর ধরে এখানে বেচাকেনা করি। এইহানে পচা আলু, পটোল, বেগুন, করলা, শসা বিক্রি হয় তাই এইডার নাম ফকিন্নি বাজার। বিক্রেতা খালেদা বলেন, গত ৪-৫ বছর ধরে ফকিন্নি বাজারে ব্যবসা করি। এখানে বিভিন্ন ধরনের ক্রেতা আসে, তবে ফকিররাই বেশি আসে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status