অনলাইন

ফ্যাশন শোতে হাঁটলেন সোনাগাছির বারবণিতারা

কলকাতা প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৫:৪১ পূর্বাহ্ন

বারবণিতারা আলোর নীচে অন্ধকারের মতই দিন যাপন করেন। সমাজ এদের অন্য চোখেই দেখে থাকে। অথচ এই বারবণিতাদের বাড়ির মাটি ছাড়া দেবী দুর্গার মূর্তি তৈরি হয় না। সেই বারবণিতারা আজ আর পিছিয়ে থাকতে রাজি নন। আর তাই সাহস করে তারা ফ্যাশন শোয়ের র‌্যাম্পেও গর্বের সঙ্গে হাঁটলেন। অবশ্য কলকাতার ফ্যাশন ডিজাইনার সুজয় দাশগুপ্তের ভাবনাই এ বিষয়ে কলকাতার বৃহৎতম গণিকালয়ের বারবণিতাদের সাহস জুগিয়েছে। ডিজাইনার সুজয় দাশগুপ্তের মতে, ‘সোনাগাছি’র প্রমীলা বাহিনী অনন্য। সম্প্রতি দেরাদুন ফ্যাশন উইকে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ডিজাইনার সুজয় দাশুগুপ্ত। নিজের ‘বারবনিতা’ কালেকশন তুলে ধরেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর কালেকশনকে সমৃদ্ধ করেছেন সোনাগাছির বারবণিতারা। তারাই সুজয়ের তৈরি পোষাক পড়ে হেঁটেছেন র‌্যাম্পে। কেউ সেজেছিলেন সুতি, কেউ খাদি, কেউবা মসলিন ও চান্দেরি দিয়ে তৈরি পোষাকে।  মেকআপ, ড্রেসিংয়ে এককথায় তাঁদের অনবদ লেগেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুধু শাড়িতেই নয়, ধুতি, কুর্তাতেও সেজেছিলেন অনেকে। তবে বারবণিতা কালেকশন তৈরির আগে সুজয় সোনাগাছির মেয়েদের জীবনযাত্রা নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন।  দেরাদুন ফ্যাশন উইকে শো-ডিরেক্টর ছিলেন অজেন্দ্র গৌতম, স্টাইলিংয়ে ছিলেন অতুল আনসাল, জাভেদ আনজুম এবং আলোকচিত্রী ছিলেন সোনু ভাট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status