খেলা

ফিক্সিংয়ের দায়ে ১০ বছর নিষিদ্ধ জামশেদ

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ২:৩৯ পূর্বাহ্ন

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ১০ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ। ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ম্যাচ পাতানোর দায়ে এই নিষেধাজ্ঞা পেলেন তিনি। ওই মৌসুমে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত হয়েছিলেন জামশেদসহ বেশ কয়েকজন ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম শাহজাইব হাসানকে গত শুক্রবার ৪ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। ঠিক এক সপ্তাহ পর এই শাস্তি পেলেন জামশেদ। চলতি বছরের এপ্রিলে নিজের উপরে আসা সকল অভিযোগ অস্বীকার করেছিলেন জামশেদ। ফলে বাধ্য হয়েই পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একটি তিন সদস্যের অ্যান্টি করাপশন ট্রাইবুনাল গঠন করেন। যেখানে ছিলেন সাবেক তিন ক্রিকেটার ফজলে মিরান চৌহান, শাহজাইব মাকসুদ ও আকিব জাভেদ। এই ট্রাইবুনালের রায়েই ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন জামশেদ। শাহজাইব ও জামশেদ ছাড়াও একই ঘটনায় বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা ভোগ করছেন শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status