খেলা

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ২:৩৪ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের চতুর্দশ আসর। এই আসরকে সামনে রেখে গতকাল ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী ৫ সেপ্টেম্বর থেকে তাদের নিয়ে শুরু হবে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প। প্রাথমিক দলে মূলত সেই খেলোয়াড়দেরকেই প্রাধান্য দেয়া হয়েছে যারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো খেলেছে। প্রাথমিক দলে নতুন মুখ শাম্মু আশান, শিহান মধুশঙ্ক, নিশান পেইরিস, কামিন্দু মেন্ডিস ও জিহান ড্যানিয়েল। নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমাল তার চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের অসাধারণ পারফরম্যান্সের সুখ স্মৃতি নিয়ে শ্রীলঙ্কা এশিয়া কাপ খেলতে যাবে। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ২০১৪ সালে তারা শিরোপা জিতেছিল। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচেই তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে লঙ্কানরা।

৩১ সদস্যের প্রাথমিক দল : থিসারা পেরেরা, উপল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, সাদিরা সামারাউইকরামা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দাসুন শানাকা, লাহিরু গামাজি, বিষু ফার্নান্দো, দুষমান্থে চামিরা, শিহান মধুশঙ্ক, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যান্ডারিস, আমিলা আপোনসো, লাকসান সান্দাকান, নিশান পেইরিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা, জিহান দানিয়েল, শাম্মু আসান, দিমুথ করুণারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আশিথা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status