বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে আটক ২৫০ গাড়ি

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৯ পূর্বাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কতৃর্ক পরিচালিত চেকপোস্টে ফিটনেসবিহীন যানবাহন, যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই করেছে পুলিশ সদস্যরা। পুলিশ সূত্র জানায়, গত (৫ই আগস্ট) রোববার থেকে শুরু করে ১৬ই আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ২৫০টি গাড়ি আটক করে পুলিশ। জানা যায়, গত ৫ই আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত ছিল ট্রাফিক সপ্তাহ। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার, আন্দিউড়া, মাধবপুর কলেজ, হাফিজপুর, পুটিজুরি বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে সব ধরনের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেন পুলিশ। সরকারি, বেসরকারিসহ সব ধরনের যানবাহন চেকপোস্টে থামিয়ে যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে সার্জেন্ট মুস্তাফিজুর রহমান সহ একদল পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে ফিটনেসবিহীন যানবাহন, যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬৯টি বাস, ১০৪টি ট্রাক, ২৭টি কাভারভ্যান, ৯টি পিকআপ, ৩টি সিএনজি অটোরিকশা, ২৩টি মাইক্রোবাস, ১১টি প্রাইভেটকার, ৪টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।


প্রত্যেকটি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন গাড়ির চালক বা ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্ক্ষলা বাহিনী। অন্যদিকে লক্ষ্য করা যায়, গাড়ির কাগজপত্র যাচাইয়ের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে আগের চেয়ে গাড়ির সংখ্যা কম ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status