বাংলারজমিন

পাকুন্দিয়ায় নারী কর্মীদের চেক ও সনদপত্র বিতরণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-২ (আরইআরএসপি-২) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে উপজেলা প্রকৌশলীর কার্যালয় কর্তৃক এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৯০ জন নারী কর্মীর প্রত্যেককে ৭৫ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী কর্মীদের মাঝে এসব চেক ও সনদপত্র তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. বাচ্চু মিয়ার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ও নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status