বাংলারজমিন

নির্বাচনী এলাকায় সমাবেশ করতে দিচ্ছে না সরকার: মওদুদ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৬ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার নির্বাচনী এলাকায় কোনো স্থানে সভা-সমাবেশ করতে দিচ্ছে না বর্তমান সরকার। তাই আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এটি ১৬ কোটি মানুষের দাবি এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার আমার নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে হামলা, মামলা দিয়ে হয়রানি করছে। আমি যখনি আমার নিবার্চনী এলাকায় আসি আমার নেতাকর্মীরা আমার সঙ্গে দেখা করতে যেন না পারে সেজন্য আমার বাড়ির আশেপাশে ও আমার নিজ বাড়ির দরজায় পুলিশ দিয়ে ঘেরাও করে রাখে। রমজান মাসে আমি ৭ দিনের জন্য বাড়িতে এসেছিলাম এবং ৭টি ইফতার মাহফিলে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু সরকারের নির্দেশে পুলিশ আমাকে একটাতেও অংশগ্রহণ করতে দেয়নি। পবিত্র ঈদের দিন আমার ৪০ বছরের ঐতিহ্য অনুসারে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বের হয়েছিলাম। আমার বাড়ির সামনে পুলিশের গাড়ি আড়াআড়ি করে রেখে রাস্তা ব্লক করে দিয়েছে। আমি বলেছিলাম হয় আমাকে গ্রেপ্তার করে হাজতে নিয়ে যান, নতুবা যেতে দিন। পুলিশ বলেছে, মন্ত্রীমহোদয় ও উপরের নির্দেশ আছে আপনি কোনোখানে যেতে পারবেন না। আজ আমি বাড়িতে এসেছি। দেখতে পাই আমার বাড়ির চারপাশে পুলিশ অবস্থান করছে এবং কোনো নেতাকর্মীকে আমার সঙ্গে দেখা করতে আসতে দিচ্ছে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেখি নাই বরং পুলিশকে দেখা যাচ্ছে। পুলিশ রাষ্ট্র চালাচ্ছে। এ সরকার পুলিশ শাসিত সরকারে পরিণত হয়েছে। কোটা আন্দোলন ও পরিবহনে বাসের চালক ২ জন কোমলমতি ছাত্রছাত্রীকে চাপা দিয়ে হত্যা করেছে। তার জন্য সারা দেশে ছাত্র-ছাত্রীরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বিএনপির সিনিয়র এ নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী ১১ই এপ্রিল সংসদে বলেছিলেন, কোটা পদ্ধতি আর থাকবে না এবং মেধাভিত্তিতে নিয়োগ দেয়া হবে। কিন্তু তিনি ২৭শে জুন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোটা থাকবে। এ কোমলমতি ছাত্র-ছাত্রীরা কোনো রাজনীতি করে না। সরকারের পুলিশ ছাত্রলীগ ক্যাডাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে এবং তাদের সমবেদনা জানানোর জন্য আশা শিক্ষক ও অভিভাবকদের উপর হামলা চালিয়েছে। সরকার ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ভয় পেয়ে অত্যাচার, নির্যাতন চালিয়েছে। সরকার ছাত্র-ছাত্রীদের উপর যে দমননীতি চালিয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫২টি মামলা হয়েছে, ৯৭ জনকে গ্রেপ্তার করেছে, ২২ জনকে রিমান্ডে নিয়েছে, খবরের কাগজে নিয়ন্ত্রণের কারণে ১০ ভাগের ১ ভাগও নিউজ ছাপা হচ্ছে না। আগামী ৫০ বছর নতুন প্রজন্ম আওয়ামী লীগকে ভোট দিবে না। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রনেতা আতোয়ার হোসেন পাবেল ও মো. এরশাদ প্রমুখ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status