খেলা

নতুন যুগে পা রাখছে লা লিগা

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৪ পূর্বাহ্ন

নতুন যুগে পা রাখছে স্পেনের ঘরোয়া ফুটবল। আজ লা লিগার ৮৮তম আসরের পর্দা উঠছে। এবারের মৌসুম নানা কারণে আলোচিত। মেসি-রোনালদো দ্বৈরথ মিস করবেন ফুটবলপ্রেমীরা। ৯ বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগার ইতিহাসে এই প্রথম ব্যবহৃত হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। সবশেষ রাশিয়া বিশ্বকাপে দেখা যায় ভিএআর প্রযুক্তি। রেফারির সিদ্ধান্তে বিতর্ক এড়াতে ও মাঠের খেলায় আরো স্বচ্ছতা আনতে সহায়ক ভূমিকা পালন করে ভিএআর। উদ্বোধনী ম্যাচে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা রিয়াল ভালাদোলিদকে আতিথ্য দেবে জিরোনা। রাত সোয়া ১২টায় খেলা শুরু হবে। রাত সোয়া ২টায় রিয়াল বেটিসের মাঠে নামবে লেভান্তে। মূল আকর্ষণ বর্তমান বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নামবে যথাক্রমে শনি ও রোববার। ন্যু ক্যাম্পে শনিবার রাত সোয়া ২টায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সা। লা লিগায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মেসিও। আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ে বার্সার নতুন অধিনায়ক করা হয়েছে মেসিকে। সান্টিয়াগো বার্নাব্যুতে পরদিন রাতে একই সময়ে গেতাফের মুখোমুখি হবে রিয়াল। আর সোমবার রাত ১২টায় স্বাগতিক ভ্যালেন্সিয়াকে মোকাবিলা করবে শিরোপার আরেক দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশের দর্শকদের জন্য দুঃসংবাদ, লা লিগার এবারের আসরের কোনো ম্যাচ হয়তো টিভিতে দেখা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখতে হবে প্রিয় দলের খেলা। বাংলাদেশসহ উপমহাদেশের ৮ দেশের জন্য লা লিগার সঙ্গে ৩ বছরের সম্প্রচার চুক্তি করেছে ফেসবুক। সেক্ষেত্রে বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপের দর্শকরা এখন লা লিগা দেখতে পারবেন কেবল ফেসবুকে। এর আগে ২০১৪ থেকে লা লিগার সম্প্রচার স্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের। ফেসবুকে বিনামূল্যে সম্প্রচার করা হবে নতুন মৌসুমে লা লিগার ৩৮০ ম্যাচের সবগুলো। স্প্যানিশ ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের বাজার চলার মধ্যেই শুরু হচ্ছে নতুন মৌসুম। আগামী ৩১শে আগস্ট সামার ট্রান্সফার উইন্ডোর ডেডলাইন।
এবার বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় দলে টেনেছে বার্সা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো ও উইঙ্গার ম্যালকম, ফ্রেঞ্চ সেন্টারব্যাক ক্লেমেন্ট লেঙ্গলেট ও বায়ার্ন মিউনিখ থেকে চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদালকে সই করায় কাতালানরা। গত মৌসুম শেষে শৈশবের ক্লাব বার্সা অধ্যায়ের ইতি টানেন ৩৪ বছর বয়সী ইনিয়েস্তা। বার্সায় এক মৌসুম কাটিয়ে এক বছরের ধারের চুক্তি চাইনিজ ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডেতে ফেরেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহো। রোনালদো পরবর্তী যুগে রিয়ালে তার পজিশনে আলো ছড়াতে পারেন উঠতি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। চেলসি থেকে বেলজিয়ান গোলরক্ষক থিবো কুরতোয়াকে ভাগিয়ে আনে রিয়াল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status