খেলা

চ্যাম্পিয়ন্স লীগ জিততে সব কিছুই করবো: মেসি

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৪ পূর্বাহ্ন

টানা তিন মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতে নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তিনবারই দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তিনি যোগ দিয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। এদিকে, বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি জানিয়ে রাখলেন, নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিততে সম্ভাব্য সব কিছুই করবে তার সতীর্থরা। এরই মধ্যে বার্সা অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন মেসি। সেভিয়াকে হারিয়ে তার হাতে ওঠে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তাতে বার্সার হয়ে সর্বাধিক শিরোপা জেতার রেকর্ডের জন্ম দেন মেসি। আর সবশেষ হুয়ান গাম্পার ট্রফি জেতার মধ্যদিয়ে আর্জেন্টাইন এই জাদুকর জিতলেন ৩৪তম শিরোপা। যার মধ্যে ৩৩টি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের শিরোপা। মেসি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা নিয়ে বলেন, আমি মনে করি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ জেতার মতো অনেক দলই রয়েছে। তবে, আমরা একটি দল হয়েই এগিয়ে চলেছি। নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ জেতা আমাদের সবারই স্বপ্নের মধ্যে রয়েছে। ক্লাবে যারা নতুন এসেছে, তারা দলকে এগিয়ে নিতে সাহায্য করছে। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগের আসর থেকে বিদায় নিতে হয়েছিল বার্সাকে। এরপরেও গত মৌসুমে কাতালান ক্লাবটি দুর্দান্ত পারফরম করেছে বলেন মেসি, গত মৌসুমটি আমাদের জন্য দারুণ ছিল। আমরা স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ কোপা দেল রে জিতেছিলাম। চ্যাম্পিয়ন্স লীগের শুরুটাও ভালো করেছিলাম, কিন্তু শেষটা ভালো হয়নি। আমরা প্রতিজ্ঞা করছি এবারের চ্যাম্পিয়ন্স লীগে আপনাদের ভালো কিছু দেবো। ২০০৬, ২০০৯ আর ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছিলেন মেসি-ইনিয়েস্তারা। এবার ইনিয়েস্তা জাপানের ক্লাবে যোগ দিয়েছেন। অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে মেসির কাঁধে। এই বিশ্বসেরা ক্লাবের অধিনায়ক হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সেই সব বিশ্বসেরা লিজেন্ডরা এই ক্লাবের দলপতি ছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, কার্লোস পুয়োল, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা। নিজেকে তাদের কাতারে দেখতে পারা অনেক সম্মানের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status