খেলা

১৮ বছর পর ফাইনালে হারলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৩ পূর্বাহ্ন

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অজেয় হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ১৩ ফাইনালের সব ক’টিতেই জয়ের স্বাদ পায় স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু বুধবার রিয়াল মাদ্রিদের সেই জয়রথ থামিয়ে দেয় তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। দীর্ঘ ১৮ বছরের মধ্যে এদিনই প্রথম মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাজয়ের স্বাদ পেলো রিয়াল। বুধবার ইউয়েফা সুপার কাপে রোমাঞ্চকর লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-২ গোলে হারায় রিয়ালকে। এর আগে ২০০০ সালের ২৮শে নভেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে বোকা জুনিয়র্সের কাছে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টের ফাইনালে রিয়ালের বিপক্ষে অ্যাটলেটিকোর এটাই প্রথম জয়। এর আগে ২০১৪ এবং ২০১৬ সালে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হলেও দিয়েগো সিমিওনের শিষ্যদের হারিয়ে জয়-উৎসব করে মাদ্রিদিস্তারা। বুধবার ম্যাচের শুরুতে দিয়েগো কস্তার গোলে পিছিয়ে পড়ার পর করিম বেনজেমা ও সার্জিও রামোসের গোলে ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল। কিন্তু কস্তার দ্বিতীয় গোলে সমতা টানে গতবারের ইউরোপা লীগ চ্যাম্পিয়নরা। আর অতিরিক্ত সময়ে পার্থক্য গড়ে দেয় সাউল নিগেস ও কোকের গোল। প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাজয়ী ও ইউরোপা লীগের শিরোপাজয়ীদের মধ্যে লড়াইটি হয়ে থাকে। এবারই প্রথম একই শহরের দু’টি ক্লাব এই লড়াইয়ে মুখোমুখি হলো। আর প্রথম ক্লাব হিসেবে তিনবার প্রতিযোগিতাটিতে খেলার সুযোগ পেয়ে প্রতিবারই শিরোপা জয়ের কীর্তি গড়লো অ্যাটলেটিকো। ২০১০ ও ২০১২ সালে আগের দু’বার জিতেছিল তারা। অন্যদিকে গত দুই আসরের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status