এক্সক্লুসিভ

চট্টগ্রামে মলম পার্টি সক্রিয়

কোরবানির পশুর হাট থেকে গ্রেপ্তার ৩

চট্টগ্রাম প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি। কোরবানির পশুর হাটকে ঘিরে মলম পার্টির সক্রিয় হয়ে উঠার কথা জানায় পুলিশ।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী পশুরহাট ঘিরে সক্রিয় হয়ে উঠা মলম পার্টির এমন তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানান সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন। তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র ও অজ্ঞান করার ১০টি মলম উদ্ধার করা হয় বলে জানান তিনি। গ্রেপ্তারকৃত মলম পার্টির সদস্যরা হলো- কুমিল্লার মুরাদনগর থানার কুরপানপুর এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মানিক (২২), মৌলভীবাজারের সদর থানার দিঘীরপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে রাজিবুল ইসলাম রাজিব (২০) ও কিশোরগঞ্জের সদর থানার কসা গোরিয়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে আবুদল বাতেন (২০)।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, কোরবানির পশুর হাটে আসা লোকজনের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল কয়েকজন দুর্র্বৃত্ত। পরিকল্পনা অনুযায়ী কর্নফুলী পশুর হাটের পাশে বাংলাবাজার আজিজ কলোনির প্রবেশমুখে তারা অবস্থান নেয়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে  পৃষ্ঠা ১৭ কলাম ৪
 তিনটি ধারালো অস্ত্র ও ১০টি অজ্ঞান করার মলম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মলম পার্টির সদস্য বলে স্বীকার করে। এরকম তাদের আরো কয়েকজন সদস্য ৫-৬টি ভাগে বিভক্ত হয়ে নগরীর সবক’টি কোরবানির পশুর হাটের আশেপাশে অবস্থান নেয়ার পরিকল্পনার কথা জানান।    

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন জানান, পশুর হাটে আসা লোকজনের চোখে মলম লাগিয়ে টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরো একটি মামলা  করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, কোরবানির পশুরহাট গুলো ঘিরে চট্টগাম মহানগরীতে মলম পার্টি সক্রিয় হয়ে উঠেছে। এ মেসেজটি গণমাধ্যমে নগরবাসীর কাছে পৌঁছাতে চাই আমরা। যাতে কোরবানির পশু বেচাকেনায় নগরবাসী সতর্ক থাকেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত মলম পার্টির সদস্যদের দেওয়া তথ্যমতে সক্রিয় হয়ে উঠা সবক’টি গ্রুপের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। মলম পার্টির দৌরাত্ম্য কমাতে ইতিমধ্যে মাঠপর্যায়ের পুলিশকে দিকনির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি কোরবানির পশুর হাট-বাজারে পুলিশের বিশেষ টিম কাজ করছে। গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে। নজরদারি করছে র‌্যাবও। এর মধ্যে মলম পার্টির পরিকল্পনা কাজে লাগানো সহজ হবে না। পুলিশ মলম পার্টির দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনবেই।

এদিকে কোরবানির পশুর হাটগুলোতে ছিনতাইকারী ও মলম পার্টির সদস্যদের আনাগোনার কথা জানিয়েছেন পশুর হাটের ইজারাদাররা। এ ব্যাপারে পশুরহাটে কর্মরত লোকজনকে সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান তারা।

চট্টগ্রামের সর্ববৃহৎ গরুর বাজার সাগরিকা পশুর হাটের ইজারাদার জামশেদ খান এ প্রসঙ্গে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাজারে আসার পথে চোখে মলম লাগিয়ে কোরবানির পশু কিনতে আসা এক ক্রেতার ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নগরীর পাহাড়তলী থানার পুলিশকে জানানো হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চোখে মলম লাগিয়ে টাকা ছিনিয়ে নেয়ার কথা শুনলে কেউ এই ব্যাপারে থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সহজ হতো। তবে মলম পার্টির সদস্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। কোরবানির পশুর হাটের উপর বিশেষ নজরদারি করছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status