খেলা

সিরিজ জয়ের ম্যাচে ‘এ’ দলের ব্যাটিং বিপর্যয়

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৮ পূর্বাহ্ন

রিজার্ভ ডে-তে গড়ানো দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সৌম্য সরকারের দল। আজ ডাবলিনে আইরিশদের ছুঁড়ে দেয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রান তুলতেই ৭ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। অষ্টম উইকেট জুটিতে একশ’ পার করেন মোহাম্মদ সাইফুদ্দিন ও নাঈম হাসান। ১৫ ওভার শেষে ৭ উইকেটে ১০৪ রান করার পর হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে সাইফুদ্দিন ১৫ ও নাঈম ২৪ রানে ব্যাট করছিলেন। দুই ওপেনার মুমিনুল হক ১৪ ও অধিনায়ক সৌম্য সরকার ১১ রান করে আউট হন। টস হেরে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ২০২ রান তোলে আয়ারল্যান্ড। দুই ওপেনার স্টুয়ার্ট থম্পসন ৪৭, গ্যারেথ ডিলানি ৩৭ রান করে দারুণ শুরু এনে দেন। উইলিয়াম পোর্টারফিল্ড ৪৫, কেভিন ও’ব্রায়েন ৩০ (রানআউট), অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি ১৮ রান করেন। সাইফুদ্দিন ৩টি ও ২ উইকেট নেন তাইজুল ইসলাম। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের ১৫২ রানে অলআউট করে ৪ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। বৃষ্টির কারণে বুধবার নির্ধারিত দিনে দ্বিতীয় ম্যাচ হয়নি। একই ভেন্যুতে আজ রাত ৯টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status