বাংলারজমিন

বেগমগঞ্জে বসতবাড়িতে হামলা গুলিবিদ্ধসহ আহত ৬

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:২৭ পূর্বাহ্ন

এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় রাতের আঁধারে বসতবাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে ও গুলি করে ৬ জনকে আহত করা হয়েছে। এই ঘটনায় ১ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। বুধবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউপির কোয়ারিয়া গ্রামের ছফর আলী হাজী বাড়িতে রাত ৯টায় ও রাত ১২টার সময় এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন বাবুল মিয়া (৫৫) (গুলিবিদ্ধ), নাসিমা আক্তার (৩০), পান্না বেগম (২২), মো. শাওন (৩০), মো. শাহজাহান (২৫) ও মো. মিলন (২৮)। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা না নেয়ায় নোয়াখালী পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এলাকাবাসী ও ভিকটিমরা জানায়, বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামে মৃত নুরুল ইসলামের ছেলে সন্ত্রাসী বাহিনী প্রধান মো. সবুজ (২৮) এলাকায় ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিল বিক্রি ও সেবনসহ সন্ত্রাস ও চাঁদাবাজি করে থাকে। এলাকায় এ সকল অসামাজিক কাজে বাধা দেয়ায় সবুজ তার বাহিনীর লোকজন নিয়ে বুধবার রাত ৯টার সময় কোয়ারিয়া গ্রামের বাবুল মিয়ার বসতঘরে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বাবুল দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। বাবুল ও তার পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর রাত ১২টার সময় পুনরায় সবুজের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী বাবুলের বাড়ি ঘেরাও দিয়ে ৫টি বসতঘরে ঢুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে ২ নারী ও ১ প্রতিবন্ধীসহ ৫ জনকে আহত করে। এই সময় সন্ত্রাসীর দল ৫টি বসতঘরের টিনের বেড়া ও আসবাবপত্র কুপিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে বাবুল মিয়ার লোকজনকে হত্যার হুমকি দেয় সবুজ বাহিনী। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা আহত বাবুলের স্ত্রী তাহেরা বেগমের অভিযোগ অস্বীকার করে বলেন, গুলির ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় তাদেরকে থানায় লিখিত অভিযোগ দিতে বললেও তারা থানায় আসেনি। ডিবির ওসি আবুল খায়ের বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। খুব শিগগিরই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status