বাংলারজমিন

মৌলভীবাজারে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

স্মার্টকার্ডের ভুল সংশোধন, মৌলভীবাজার জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে মৌলভীবাজারের স্থায়ী ঠিকানা ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে চাকরি প্রাপ্তদের নিয়োগ বাতিল, সব নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার। গতকাল (বৃহস্পতিবার) সকালে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে সংগঠনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলালের যৌথ পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন সনাফ-এর সহসভাপতি সৈয়দ আবুল কালাম আজাদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, সাংবাদিক হোসাইন আহমদ, সংগঠনের সহ-সভাপতি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সহসাধারণ সম্পাদক ও একাটুনা ইউপি সদস্য সাহেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান শিমুল, সহ-সমাজকল্যাণ সম্পাদক জুয়েল আহমদ, সহপ্রচার সম্পাদক ব্রাইট ফিউচার একাডেমির প্রিন্সিপাল মো. আবুল কালাম আজাদ, রূপান্তর ফাউন্ডেশনের সভাপতি মুজাহিদ উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ যুব ফোরামের জেলা সভাপতি এমএ সামাদ, দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক সভাপতি তাকবীর হোসাইন, দারুল কোরআন মৌলভীবাজারের শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা মৌলভীবাজার জেলার স্মার্টকার্ডে ইংরেজিতে মৌলভীবাজার জেলার বানানসহ নাম ও ঠিকানায় ভুল থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন অনতিবিলম্বে স্মার্টকার্ডে ব্যক্তির নাম ও ঠিকানার সব ভুলভ্রান্তি কর্তৃপক্ষের নিজ খরচে সংশোধন করে দেয়ার জোর দাবি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status