বাংলারজমিন

কিশোরগঞ্জে যুবককে অপহরণের পর উদ্ধার

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মুক্তিপণের দাবিতে মো. সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবক অপহৃত হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে দিপ্ত বসাক (২২) নামে অপহরণ চক্রের এক সদস্য। বুধবার (১৫ই আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. বিএন এম শোভন খান এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার এবং অপহরণ চক্রের সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অপহরণ চক্রের সদস্য দিপ্ত বসাক কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বসাক নিকেতন রোডের মদন বসাকের ছেলে। অন্যদিকে উদ্ধার হওয়া অপহৃত মো. সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নারায়ণপুর শিংরইলের গোলাম মোস্তফার ছেলে। র‌্যাব জানায়, মো. সাদ্দাম হোসেন কেনাকাটার উদ্দেশে বুধবার সকালে কিশোরগঞ্জ শহরে আসে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদী মসজিদের সামনে থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে খড়মপট্টির মধ্য দিয়ে যাওয়ার সময় পথে দিপ্ত বসাক, শিশির (৩০) ও অজয় সরকার (২৯) নামে অপহরণ চক্রের তিন সদস্য যাত্রীবেশে অটোরিক্সায় ওঠে। কিছুদূর যাওয়ার পর রাস্তা নির্জন পেয়ে অপহরণ চক্রের সদস্যরা অটোরিক্সাটি থামিয়ে সাদ্দাম হোসেনকে এলোপাথাড়ি মারপিট করে। এ সময় অপহরণকারীরা মোবাইল ফোনে সাদ্দামের পরিবারের কাছে সাদ্দামকে অপহরণ করা হয়েছে জানিয়ে মুক্তিপণ ১০ হাজার টাকা দাবি করে। বিষয়টি বিকাল সাড়ে ৪টার দিকে পরিবারের পক্ষ থেকে র‌্যাবকে জানালে অভিযানে নামে র‌্যাব। পরে মাত্র তিন ঘন্টার মধ্যে অপহৃত যুবককে উদ্ধার এবং অপহরণ চক্রের সদস্য দিপ্ত বসাককে র‌্যাব গ্রেপ্তার করে। অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, অপহরণচক্রের সদস্যরা ইয়াবায় আসক্ত। নেশার টাকা জোগাড় করার জন্য তারা নিয়মিত ছিনতাই-চাঁদাবাজিতে জড়িত। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. বিএন এম শোভন খান জানান, এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status