বাংলারজমিন

জুড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছগাছালির ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বৃক্ষরোপণের উপযুক্ত সময়। তাই আসুন আমরা সকলে মিলে একটি হলেও গাছ রোপণ করি। গত বুধবার জুড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিজিবি ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি। ওইদিন সকালে সংযুক্ত আরব আমিরাতস্থ জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ও অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুর রফিক নাজমুর অর্থায়নে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, ওসি তদন্ত সুধিন চন্দ্র দাস, টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, প্রতিষ্ঠাতা সদস্য এম.এ মুজিব মাহবুব, উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ, প্রভাষক মুজিবুর রহমান, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রভাষক রায়হানুল ইসলাম, শিক্ষক আব্দুল জলিল, জি.এম বদরুল ইসলাম, কবির আহমেদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status