বিনোদন

‘প্রতিযোগিতার মধ্যদিয়ে টিকে থাকতে হচ্ছে’

এন আই বুলবুল

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:০০ পূর্বাহ্ন

এই সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেতা আফরান নিশো। প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। আসছে ঈদের একাধিক নাটকে দেখা যাবে তাকে। রমজানের ঈদের পরেই কোরবানি ঈদের জন্য খুব কম সময় পাওয়া যায়। ফলে টিভি তারকাদের এই সময়টুকু প্রচুর ব্যস্ত থাকতে হয় বলে জানান এই অভিনেতা। তিনি আরো বলেন, মধ্যরাত পর্যন্ত শুটিং করতে হচ্ছে। আমাদের টিভি অঙ্গনে ঈদের সময়ে প্রচুর নাটক নির্মাণ হয়। যার কারণে এই সময়ে কাজের চাপ থাকে বেশি। জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি অন্য শিল্পীরাও কম-বেশি কাজ করেন। তবে, একটা উৎসবে এত নাটক নির্মাণের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। কিন্তু এটি আমাদের শিল্পীদের নিয়ন্ত্রণে নেই। চ্যানেলগুলো প্রতিযোগিতার কারণে অনেক নাটক নির্মাণ হচ্ছে। আসছে ঈদের জন্য এই অভিনেতা এরইমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন। উল্লেখযোগ্য নাটকগুলো হলো সুমন আনোয়ারের ‘বিশ্বাস’। এটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তানজিন তিশা। মিশুক মনিরের ‘রঙ্গিন খামে ধুলো পড়া চিঠি’। এটিতে তার সঙ্গে দেখা যাবে মেহজাবিনকে। হিমেল আশরাফের ‘সব গল্প রূপ কথা নয়’। এটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। মোস্তফা কামাল রাজের ‘আজ পুতুলের জন্মদিন’। এটিতে তার বিপরীতে থাকছেন সাফা কবির। ঈদে কতগুলো নাটকে দেখা যাবে জানতে চাইলে তিনি বলেন, সংখ্যাটা এখনো সঠিকভাবে বলতে পারছি না। অনেকগুলো নাটকের কাজ শেষ করেছি। হাতে আরো কয়েকটি নাটকের কাজ আছে। তবে, প্রতিটি নাটকে কোয়ালিটি রেখে কাজ করার চেষ্টা করছি। আমাদের
এখন প্রতিযোগিতার মধ্যদিয়ে টিকে থাকতে হচ্ছে। একদিকে বিদেশি চ্যানেল-সিরিয়ালের প্রভাব- অন্যদিকে চ্যানেলের সংখ্যা বাড়ার পাশাপাশি শিল্পীর সংখ্যাও বেড়েছে। ফলে যারা ভালো কাজ করবেন দর্শক শুধু তাদেরকেই গ্রহণ করবেন। টিভি নাটকের অনেকেই বড় পর্দায় নাম লিখিয়েছেন। সেই তালিকায় নিশোকেও দেখা যাবে বলে কেউ কেউ বলছেন। বড় পর্দা নিয়ে নিশোর কোনো পরিকল্পনা রয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকের সঙ্গে চলচ্চিত্রের বিষয়ে কথা হচ্ছে। তবে, মনের মতো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রের খাতায় নাম লেখাবো। হয়তো চলতি বছরেই তেমন কিছু হতে পারে। সেটির জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। টিভি অঙ্গনে বেশ অস্থিরতা বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। একদিকে বাজেট সংকট, অন্যদিকে ভালো গল্পের অভাব। এদিকে, আজকাল বিভিন্ন শিল্পীর সঙ্গে নির্মাতাদের মধ্যে দূরত্বও সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলোকে নিশো কিভাবে পর্যলোচনা করবেন? এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সব কিছুর আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। এখানে কেউ যদি নিজে থেকে ভালো কিছুর জন্য এগিয়ে না আসে তাহলে কারো কিছু করার নেই। এখানে শিক্ষিত মানুষেরা কাজ করে। সেই ক্ষেত্রে ভালো-মন্দ বোঝার জ্ঞান সবার আছে। পাশাপাশি আমাদের সংগঠনগুলোকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাহলে সমস্যাগুলোর সমাধান সহজ হবে। আলাপনে নিশো তার পরিবার নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমার প্রেমের বিয়ে। অনেক দিন প্রেম করার পর বিয়ে করেছি। আমাদের শোবিজে প্রেমের বিয়ে খুব বেশি টিকে না। আমার বিয়ে নিয়েও অনেকে বিভিন্ন কথা বলেছেন। তবে, আমি সবার দোয়ায় বেশ ভালো আছি। এভাবেই আমি আগামী দিনগুলো কাটিয়ে দিতে চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status