অনলাইন

মহাসড়কে শৃঙ্খলা ফিরেছে

স্টাফ রিপোর্টার

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৭:৪৭ পূর্বাহ্ন

চলমান ১০ দিনের এই ট্রাফিক সপ্তাহের কার্যক্রমের ফলে দেশের মহাসড়কে পূর্বের তুলনায় অনেকাংশে শৃঙ্খলা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল দুপুরের পুলিশ হেডকোয়ার্টার্সে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সড়ক ও মহাসড়কে নিরাপদ যানবাহন চলাচলের নিমিত্তে পুলিশের গৃহীত ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা পুলিশের গৃহীত পদক্ষেপের সঙ্গে সহমত পোষণ করেন ও পারস্পারিক সহযোগিতার মাধ্যমে পরিবহন সেক্টরের সমস্যাগুলো সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। আইজিপি বলেন, অত্যন্ত সফলভাবে ট্রাফিক সপ্তাহ ২০১৮ এর কার্যক্রম শেষ হয়। ট্রাফিক সপ্তাহের ওই ১০ দিনে বিভিন্ন পরিবহন তথা গাড়ির ড্রাইভার ও জনগণের মাঝে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র সম্পর্কে অধিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি এই ট্রাফিক সপ্তাহের কার্যক্রমে আপামর জনসাধারণের মনে রোড সেফটি সম্পর্কে একটি ধারণা সৃষ্টি হয়েছে। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status