বিনোদন

চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স

স্টাফ রিপোর্টার

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৫:১৪ পূর্বাহ্ন

সিনেমা হল দেশের চারপাশে কমলেও অনেক জায়গায় নির্মাণ হচ্ছে আধুনিক সিনেপ্লেক্স। এবার চট্টগ্রামের ২নং গেটে অবস্থিত ফিনলে স্কয়ারের ৬ষ্ঠ তলায় নির্মাণ করা হয়েছে এই শহরের প্রথম সিনেপ্লেক্স। এ সিনেপ্লেক্সের পার্টনার হিসেবে আছেন ফারুক আহমেদ উদয়। তিনি মানবজমিনকে বলেন, আসছে ঈদে দর্শকরা এখানে ঈদের নতুন ছবি উপভোগ করতে পারবেন। আমরা এরই মধ্যে এই আধুনিক সিনেপ্লেক্সটি চালু করব। অত্যাধুনিক সিনেপ্লেক্সটিতে সংযুক্ত করা হয়েছে উন্নতমানের সাউন্ড সিস্টেম, থ্রি-ডি স্ক্রিন, আসন ইত্যাদি। এখানে দুটি হল রয়েছে। একটি হচ্ছে টাইটেনিয়াম আর অন্যটি প্লাটিনাম। প্লাটিনাম হলে রয়েছে মোট ৭২টি আসন। আর টাইটেনিয়ামে রয়েছে ১৮টি আসন। টাইটেনিয়াম আসনগুলো অত্যাধুনিক ও দর্শকদের জন্য আরামদায়ক। দুটি হলের জন্যই আলাদা করে দুটি ওয়েটিং লবি রয়েছে। ওয়েটিং লবিতে রয়েছে একটি করে এলইডি টিভি। আরো জানা যায়, প্রতিটি শো শুরুর আগে এখানে দর্শক বসে অপেক্ষা করতে পারবেন। এছাড়া রয়েছে ফুডকোর্ট। প্লাটিনামের জনপ্রতি সম্ভাব্য টিকিটের মূল্য ৪০০ থেকে ৮০০ টাকা ও টাইটেনিয়াম ১২০০ থেকে ১৫০০ টাকা। এর মাধ্যমে অবশেষে চট্টগ্রামের মানুষ পেল কাক্সিক্ষত অত্যাধুনিক থ্রি-ডি সিনেমাহল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status