অনলাইন

বহুমুখী প্রতারক!

চট্টগ্রাম প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৪:৫১ পূর্বাহ্ন

বিদেশে নেয়ার প্রলোভন, ব্যবসায় অংশীদার করা, চাকরি দেওয়া, ঋণ পাইয়ে দেওয়া, কিষোয়ান, থাই ফুড, ওয়েল ফুডসহ বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের ডিম সরবরাহের কাজ পাইয়ে দেওয়াসহ বিভিন্ন কৌশলে প্রতারণা করতেন ফরহাদ উদ্দীন চৌধুরী ওরফে ফরহাদ (৩৬)। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর কালুরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ কাজ করতে গিয়ে তিনি কখনও শীর্ষস্থানীয় রাজনীতিক-শিল্পপতির আতœীয়, কখনও ব্যারিস্টারের ছেলে পরিচয় দিয়ে আসছেন। এভাবে তার প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন শতাধিক মানুষ। অথচ পেশায় তিনি একজন ক্ষুদ্র ডিম ব্যবসায়ী।

পুলিশের ভাষায়, ফরহাদ আসলে একজন বহুমুখী প্রতারক। বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করে শতাধিক মানুষকে পথে বসিয়েছেন। এ পর্যন্ত তার প্রতারণার শিকার ৬৫ জন ভুক্তভোগীর খোঁজ পেয়েছে পুলিশ। এদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা আতœসাতের কথা গ্রেপ্তারের পর ফরহাদ নিজেই স্বীকার করেছেন।

প্রতারনার শিকার কর্নফুলী থানার চরপাথরঘাটা এলাকার জনৈক আনিসের দায়ের করা মামলায় ফরহাদকে গতকাল রাতে নগরীর কালুরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি-পশ্চিম) মইনুল ইসলাম।

তিনি বলেন, ফরহাদ চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহারা গ্রামের বাসিন্দা। পটিয়া উপজেলায় ক্ষুদ্র ডিম ব্যবসা করতেন তিনি। তাতেও প্রতারণা করে পাইকারী ডিম ব্যবসায়ীর টাকা আত্মসাৎ করে চট্টগ্রাম শহরে অবস্থান গেড়ে বসেন।

ধীরে ধীরে মানুষের সাথে সখ্যতা গড়ে তুলে কাউকে বিদেশে নেয়ার প্রলোভন, কাউকে ব্যবসায় অংশীদার করা, কাউকে চাকরি দেওয়া, কাউকে ঋণ পাইয়ে দেওয়া, কাউকে কিষোয়ান, বনফুল, থাই ফুড, ওয়েল ফুডসহ বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের ডিম সরবরাহের কাজ পাইয়ে দেওয়াসহ বিভিন্ন কৌশলে টাকা হাতাতে শুরু করেন।
এ কাজে তিনি কিষোয়ান, বনফুলের মালিক ও আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব সিআইপির আতœীয় পরিচয় দেন। আবার কখনো তার বাবা ব্যারিস্টার ও নিজেকে অনেক উচু পরিবারের সন্তান বলে পরিচয় দেন। সর্বশেষ তার প্রতারণার শিকার হয়ে কর্নফুলী থানার পরপাথরঘাটা এলাকার আনিস তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ফরহাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান সহকারি কমিশনার মইনুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status