অনলাইন

রাবির দশম সমাবর্তন ২৯ সেপ্টেম্বর

রাবি প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৪:২১ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯শে সেপ্টেম্বর। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এবারের সমবর্তনে অংশগ্রহণ করবেন ৬ হাজার ৯ জন গ্র্যাজুয়েট। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯শে সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। তবে সমাবর্তন বক্তার বিষয়ে কোনও তথ্য নেই এ বিজ্ঞপ্তিতে। জানতে চাইলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩রা নভেম্বর থেকে ১০ম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। নিবন্ধন চলে ৩০শে নভেম্বর পর্যন্ত। পরে নিবন্ধনের সময় বাড়িয়ে ১০ ডিসেম্বর করা হয়। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, ¯œাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা এ সমাবর্তনে নিবন্ধনের সুযোগ পান। নিবন্ধন শেষে সমাবর্তনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয় ২০১৭ সালের ২৪শে জানুয়ারি। কিন্তু সমাবর্তনে রাষ্ট্রপতির শিডিউল ও সমাবর্তন বক্তা নিয়ে জটিলতায় পড়ে ততকালীন প্রশাসন। ফলে ঝুলে যায় সমাবর্তন অনুষ্ঠান।

এরপর ২০১৭ সালের ৭ই মে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান দায়িত্ব পাওয়ার পর সমাবর্তন আয়োজনের কার্যক্রম পুনরায় শুরু হয়। গত ২৩শে জানুয়ারি সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা আরেক দফা বাড়িয়ে ৩১শে জানুয়ারি করা হয়। এতে মোট রেজিস্ট্রেশনকারী গ্র্যাজুয়েট সংখ্যা দাড়ায় ৬ হাজার ৯ জন।
এরপর শিক্ষামন্ত্রীকে সমাবর্তনের সভাপতি করে চলতি বছরের ২৪শে মার্চ ফের সমাবর্তন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষামন্ত্রীর অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়। অবশেষে আগামী ২৯শে সেপ্টেম্বর নতুন তারিখ ঘোষণা করে প্রশাসন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status