অনলাইন

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত, অপহৃত ২৩ জেলে উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১:১৮ পূর্বাহ্ন

সুন্দরবনের পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু আল-আমিন বাহিনীর সদস্যদের সঙ্গে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর ‘বন্দুকযুদ্ধে’ বাবু নামে এক বনদস্যু নিহত হয়েছে। এসময় বনদস্যুদের কাছে জিম্মি থাকা ২৩ জেলে, ৭টি নৌকা ও অস্ত্র-বারুদ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সুন্দরবনের শিবসা নদীর মার্কী খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৬ এর অপারেশন অফিসার লেঃ কমান্ডার জাহিদ জানান, র‌্যাবের একটি দল মার্কী খালে বনদস্যু আল-আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। এসময় বনদস্যুদের সাথে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে বনদস্যুরা বনের ভিতর পালিয়ে যায়। সেখান থেকে ২৩ জেলে কিছু অস্ত্র ও নৌকা উদ্ধার করা হয় এবং বাবু নামের এক বনদস্যু নিহত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status