অনলাইন

লাইফ সাপোর্টে বাজপেয়ী

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১০:৫৮ পূর্বাহ্ন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৷ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে৷ প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থ।  মূত্রনালীতে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তিনি৷ চিকিৎসকরা জানিয়েছেন, বাজেপেয়ী ডায়বেটিসেও আক্রান্ত৷ তাই চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছেন না তিনি৷  মাল্টি অর্গান ফেলিওর-এর আশঙ্কাও করা হচ্ছে৷ এ খবর দিয়েছে কলকাতা থেকে প্রকাশি সংবাদ প্রতিদিন। রিপোর্টে বলা হয়েছে বাজপেয়ীকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাকে দেখতে দিল্লি যাচ্ছেন পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়। প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সকালেই হাজির হন বিজেপি সভাপতি অমিত শাহও৷ দীর্ঘক্ষণ হাসপাতালে কাটান তিনি৷ কথা বলেন চিকিৎসকদের সঙ্গে৷ ওদিকে মেডিকেল বোর্ডের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় বাজপেয়ীর শারীরিক অবস্থার অনেকটা অবনতি হয়েছে। অবস্থা এতটাই সংকটজনক যে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
১৯৯৬ সালে প্রথম ১৩ দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন বাজপেয়ী। এরপর দ্বিতীয়বারের জন্য ১৯৯৮ সালে ফের প্রধানমন্ত্রীর পদে বসেন বাজপেয়ী। ২০০৪ সাল পর্যন্ত তাঁরই প্রধানমন্ত্রীত্বে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল বিজেপি তথা এনডিএ জোট। এই দীর্ঘ সময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অটল বিহারী বাজপেয়ী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status