অনলাইন

নির্মম, নৃশংস

স্টাফ রিপোর্টার সাভার থেকে

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

নির্মম। নৃশংস। দুই বন্ধু যমদূত হয়ে আসে স্কুল ছাত্র আবিদের কাছে। দশ বছরের আবিদ বন্ধুদের ডাকে একটি অনুষ্ঠানে যাচ্ছিল। সাভারের বাসা থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। কিন্তু এ যাওয়াই যে তার শেষ যাওয়া কে জানতো? পথিমধ্যে বন্ধুরা তার ঘাড় মটকে হত্যা করে। চেহারা বিকৃত করতে মুখমণ্ডল ইট দিয়ে থেতলে দেয়ার চেষ্টা করে।  আবিদকে হত্যা ঘটনায় জড়িত তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই বেরিয়ে আসে হত্যা রহস্য।  আজ সকালে সাভারের তালবাগ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বুধবার দুপুরে বন্ধুদের সাথে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্র রোহান ইসলাম আবিদ। আজ সকালে সাভারের বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকা থেকে বস্তায় ভর্তি ক্ষত-বিক্ষত মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রোহান ইসলাম আবিদ সাভারের তালবাগ মহল্লার আফজাল হোসেনের ছেলে। সে স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুল অফ এক্সিলেন্সির পঞ্চম শ্রেনীর ছাত্র। আটককৃতরা হলো আবিদের বন্ধু গোলাম আজম ও রাহুল। তারা দুজনেই পার্শবর্তী শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

নিহতের বাবা আফজাল হোসেন বলেন, বুধবার দুপুরে শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে যায় রাহুল, গোলাম আজম, রহিমসহ কয়েকজন। এরপর সে আর সারাদিনে বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোজাখুজির পর বৃহস্পতিবার সকালে ভাগলপুর বালুঘাট থেকে বস্তার  ভেতরে ভর্তি আবিদের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও প্রতিবেশী শওকতের দোতলা বাড়ির ছাদ থেকে আবিদের বালু মাখা প্যান্ট পাওয়া গেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুলক হক বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদসহ একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আবিদকে ঘাড় মটকে হত্যার পর চেহারা নষ্ট করার জন্য ইট দিয়ে মুখমন্ডল থেতলানো হয়েছে। অন্য কোথাও হত্যা করে বস্তায় ভরে লাশটি বালুঘাটে ফেলে রাখা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status